পাকিস্তানকে এক রানে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
নারী এশিয়া কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত নারী দল। এবার তাদের সঙ্গী হলো শ্রীলঙ্কা নারী দল। দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তানকে ১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে লঙ্কান নারীরা।
১২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পেয়েছিল পাকিস্তান। মুনিবা আলীর ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ১০ বলে ১৮ রান করে মুনিবা সাজঘরে ফিরলে ভাঙ্গে ৩১ রানের উদ্বোধনী জুটি।

এরপর সিধরা আমিনও দ্রুতই ফিরেছেন। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ২০ বলে ৯ রান। দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন বিসমাহ মারুফ। পাকিস্তান অধিনায়কের ব্যাটে জয়ের পথেই ছিল পাকিস্তান।
৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা
২০ মে ২৫
তবে বিসমাহকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ওমাইমা সোহাইল এবং নিধা ধার চেষ্টা করেছেন, তবে দ্রুত রান তুলতে পারেননি। এই দুই জন উইকেটে থিতু হলেও দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন।
শেষ পর্যন্ত বিসমাহর ৪২ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১২১ রানে থামে পাকিস্তান নারী দল। আর তাতে ১ রানের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ১৭ রানে ২ উইকেট শিকার করেছেন ইনোকা রানাভারা।
এর আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২২ রান তোলে শ্রীলঙ্কা। আনুশকা সানজেওয়ানের এবং হারশিতা সামাবিক্রমা দারুণ ব্যাটিং করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান এসেছে সামাবিক্রমার ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ১৭ রানে ৩ উইকেট শিকার করেছেন নাশারা সান্ধু।