promotional_ad

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড

২০ মে ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না ক্রেইগ ইয়ংয়ের

পল স্টার্লিয়ের ঝড়ে রীতিমতো উড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সেটা শুধুই এই ম্যাচ নয়, ক্যারিবিয়ানরা ছিটকে পড়েছে এবারের বিশ্বকাপ থেকেই। ৯ উইকেটের জয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড।


১৪৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে ক্যারিবিয়ান বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন অ্যান্ডি বার্লবির্নি এবং পল স্টার্লিং। শুরুর ৬ ওভারে যোগ করেন ৬৪ রান। 


promotional_ad

২৩ বলে ৩৭ রান করে বার্লবির্নি ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক ওপেনার স্টার্লিং। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬৬ রান। শেষ পর্যন্ত ১৭ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১ রান করা কাইল মেয়ার্সকে সাজঘরে ফিরিয়ে ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন ম্যাকার্থি। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার জনসন চার্লস। তিনি ফিরেছেন ২৪ রান করে।


এরপর এভিন লুইসকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন ব্র্যান্ডন কিং। কিন্তু এক প্রান্তে ধীর গতির ইনিংস খেলেন লুইস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৩ রান। 


আগের দুই ম্যাচের মতোই এদিনও ব্যর্থ ছিলেন নিকোলাস পুরাণ। ক্যারিবিয়ান অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১১ বলে ১৩ রান। আর রভম্যান পাওয়েল ফিরেছেন ৮ বলে ৬ রান করে।


বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনেও দুর্দান্ত ছিলেন কিং। এই টপ অর্ডার ব্যাটার অপরাজিত ছিলেন ৪৮ বলে ৬২ রান করে। শেষ দিকে ওডেন স্মিথের ১২ বলে ১৯ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। আইরিশদের হয়ে ১৬ রানে ৩ উইকেট শিকার করেছেন গ্রেরথ ডেলানি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball