২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে চান ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
আর কয়েকদিন পরই ৩৬ বছরে পা রাখবেন ডেভিড ওয়ার্নার। বয়স বাড়লেও তিন ফরম্যাটের ক্রিকেটে খেলে যেতে চান তিনি। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিতভাবেই খেলতে চান তিনি।
টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ক্রিকেটও চালিয়ে যেতে চান ওয়ার্নার। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে নজর রাখছেন তিনি। তবে এই দুই ফরম্যাট খেললেও টেস্ট নিয়ে এখনও পরিকল্পনা করেননি অস্ট্রেলিয়ার এই সাবেক সহ-অধিনায়ক।

টেস্ট ক্রিকেট থেকে তিনি কবে অবসর নেবেন, সে ভাবনা আপাতত আগামী বছরের জন্য তুলে রেখেছেন ওয়ার্নার। সম্প্রতি অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে নিজের ভাবনার কথা জানিয়েছেন এই ওপেনার।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
ওয়ার্নার বলেন, ‘আমি টি–টোয়েন্টি খেলে যাব। ২০২৪ বিশ্বকাপে খেলার চেষ্টা করব। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপেও খেলতে চাই। এখন দেখব টেস্ট ক্রিকেট কতটা খেলতে পারি। এই গ্রীষ্মের পুরোটাজুড়েই বিষয়টি ভেবে দেখব। টেস্ট ক্রিকেটসহ তিন সংস্করণ চালিয়ে যেতে পারব কি না, সেটি তারপরই দেখা যাবে।’
তিন সংস্করণে সমানতালে খেলে যেতে হলে ফিটনেস নিয়ে বাড়তিভাবে সতর্ক থাকতে হবে, এটাও মাথায় আছে ওয়ার্নারের। আপাতত স্কিলের (দক্ষতা) চাইতে ফিটনেসেই বেশি নজর দিচ্ছেন এই ওপেনার।
তিনি আরও বলেন, ‘এখন আর নিজের দক্ষতা নিয়ে বেশি কাজ করি না। ফিটনেস নিয়েই বেশি কাজ করি, যেন মাঠে ক্ষিপ্র থাকতে পারি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দীর্ঘদিন খেলার মাঠে থাকতে পারা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তিন সংস্করণেই খেলতে চাইলে ফিট থাকতে হবে। আমি এটা করতে পেরেছি।’