বিধ্বংসী মেন্ডিসে ১৫ ওভারেই আয়ারল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের খেলায় আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং পরবর্তীতে কুশল মেন্ডিসের অসাধারণ হাফ সেঞ্চুরিতে এই জয় পেয়েছে তারা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৮ রান তোলে আয়ারল্যান্ড। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর।
৪২ বলে খেলা এই ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। ওপেনার পল স্টার্লিং করেন ২৫ বলে ৩৪ রান। এই ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কার মার। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে এই ম্যাচে খেলা জর্জ ডকরেল ১৬ বলে ১৪ এবং লরকান টাকার ১১ বলে ১০ রান করেন।

আইরিশদের হয়ে দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কোনও ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
আইরিশদের ছুঁড়ে দেয়া লক্ষ্য শ্রীলঙ্কা অতিক্রম করেছে মাত্র ১৫ ওভারে, পাঁচ ওভার হাতে রেখে। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬৩ রান তোলেন মেন্ডিস এবং ধনঞ্জয়া ডি সিলভা। ধনঞ্জয়ার ব্যাটে আসে ২৫ বলে ৩১ রানের ইনিংস।
মেন্ডিসের সঙ্গে বাকি কাজটা সহজেই করেন চারিথ আসালঙ্কা। ২২ বলে দুটি চারে ৩১ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ম্যাচ সেরা নির্বাচিত হওয়া মেন্ডিস করেন ৪৩ বলে অপরাজিত ৬৮ রান। এই ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড- ১২৮/৮ (২০ ওভার) (টেক্টর ৪৫, স্টার্লিং ৩৪; থিকশানা ২/১৯)।
শ্রীলঙ্কা- ১৩৩/১ (১৫ ওভার) (মেন্ডিস ৬৮*, আসালঙ্কা ৩১*, ধনঞ্জয়া ৩১; ডিলানি ১/২৮)।