শ্রীলঙ্কা ম্যাচের আগে করোনা পজিটিভ জাম্পা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে জাম্পার বদলি হিসেবে মারকুটে ব্যাটারকে নিলো হায়দরাবাদ
১৫ এপ্রিল ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে করোনা টেস্টে পজিটিভ হয়েছেন অ্যাডাম জাম্পা। এই লেগস্পিনার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলবেন কিনা সেই বিষয়ে এখনও জানা যায়নি। তবে জাম্পার উপসর্গ তেমন গুরুতর নয় বলেই জানা গেছে।
এখনও অবশ্য আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলের এক মুখপাত্র ক্রিকেটডটকমডটএইউকে জানিয়েছেন এমনটাই। ম্যাচটি খেলতে অবশ্য কোনো বাধা নেই জাম্পার।

কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই করোনা বিষয়ক বিধিনিষেধ তুলে দিয়েছিল আইসিসি। এমনকি অস্ট্রেলিয়ার সরকারও কোয়ারেন্টিন এবং করোনা আক্রান্ত ব্যক্তির বাধ্যতামূলক আইসোলেশনের বিধি তুলে নিয়েছিল।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
শুধু তাই নয়, প্রতিটি ম্যাচের আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষাও থাকছে না এবার। তবে জাম্পা যদি সেরা একাদশে থাকেন তাহলে নিয়ম অনুযায়ী তাকে ম্যাচ ভেন্যুতে একা যেতে হবে। এছাড়া দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের সঙ্গেও দুরত্ব বজায় রাখতে হবে।
করোনা নিয়ে ম্যাচ খেলার ঘটনা এই বিশ্বকাপে প্রথম নয়। এর আগে হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে করোনা নিয়ে খেলেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল। তিনিই প্রথম কোনো ক্রিকেটার যিনি করোনা আক্রান্ত হয়ে বিশ্বকাপে খেলেন।
বেশ কিছুদিন আগে নারী ক্রিকেটে করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন তাহিয়া ম্যাকগ্রা। শুরুতে নিজ দলের সতীর্থদের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখলেও সেই ম্যাচে পরবর্তীতে জয় উদ্যাপনের সময় আর কোনো দূরত্ব আর রাখেননি তাহিয়া।