লিটলের হ্যাটট্রিক, সেমিফাইনালের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ নিউজিল্যান্ডের সাউদি
১৫ মে ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে জস লিটলের হ্যাটট্রিকের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে হারল আয়ারল্যান্ড। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে কিউইরা।
সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের সবগুলো খেলাই শেষ। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট সাত, নেট রান রেট ২.১। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যদি তাদের শেষ ম্যাচে যথাক্রমে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে, তাহলে তাদেরও পয়েন্ট হবে সাত। সেক্ষেত্রে নেট রান রেট বিবেচনায় আসবে।
অস্ট্রেলিয়ার বর্তমান নেট রান রেট -০.৩ এবং ইংল্যান্ডের ০.৫। অর্থাৎ নেট রান রেটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় নিউজিল্যান্ডের সেমিফাইনাল একরকম নিশ্চিতই বলা চলে।

ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮৫ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে এ দিন সর্বোচ্চ রান আসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে। পুরো আসরজুড়ে মন্থর গতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হচ্ছিলেন উইলিয়ামসন।
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
কিন্তু এই ম্যাচে শুরু থেকেই হাত খুলে খেলেন কিউই দলপতি। ৫২ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর বেশ সাবলীলভাবে শুরু করেন তিনি। উনিশতম ওভারে ফেরার আগে ৩৫ বলে ৬১ রান করেন তিনি। ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার।
এ ছাড়া ১৮ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার ফিন অ্যালেন। শেষদিকে ২১ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন ড্যারিল মিচেল। ইনফর্ম ওপেনার ডেভন কনওয়ের ব্যাটে আসে ৩৩ বলে ২৮ রান।
শেষদিকে লিটলের হ্যাটট্রিকের কারণে সুবিধা করতে পারেনি কিউইরা। উনিশতম ওভারে একে একে কেন উইলিয়ামসন, জেমস নিশাম ও মিচেল সান্টনারকে ফেরান এই পেসার। ২২ রানে তিন উইকেট নেন তিনি। আইরিশদের হয়ে এ দিন গ্যারেথ ডিলানি নেন ৩০ রান খরচায় দুই উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৮.১ ওভারের মধ্যে ৬৮ রান তোলে তারা। ২৫ বলে ৩০ রান করে ফিরে যান অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। আরেক ওপেনার পল স্টারলিংয়ের ব্যাটে আসে ২৭ বলে ৩৭ রানের ইনিংস।
এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৫০ রান তোলে তারা।