promotional_ad

পাকিস্তান সফর নিয়ে উডের শঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

দীর্ঘদিন পাকিস্তানে নির্বাসিত ছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেই পরিস্থিতি কাটিয়ে পুরো দমে ক্রিকেট ফিরেছে দেশটিতে। তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানের ওপর সন্ত্রাসী হামলার পর আবারও নিরাপত্তা শঙ্কায় পড়েছে দেশটি।


এমন অবস্থায় পাকিস্তান সফরে যেতে শঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। এই হামলার পর পাকিস্তান সফর নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটাররা দুশ্চিন্তায় পড়েছেন বলে বলেও জানিয়েছেন উড। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের ওপর হামলা হওয়ায় তাদের দলের সবাই ব্যথিত হয়েছে বলেও জানালেন তিনি।


promotional_ad

উড বলেন, ‘প্রথম কথা হচ্ছে তিনি একজন সাবেক ক্রিকেটার। সুতরাং আমাদের কাছেরই একজন। তাঁর ওপর হামলার ঘটনাটি শুনে আমাদের গোটা দলই ব্যথিত হয়েছে।’


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল ইংল্যান্ড। সে সময় এমন পরিস্থিতি ছিল না বলেও জানিয়েছেন এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ৩টি টেস্ট খেলতে আবারও পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বেন স্টোকসের দলের।


সেই সফর নিয়ে শঙ্কার কথা জানিয়ে উড বলেন, ‘আমরা যখন গিয়েছিলাম, তখনকার নিরাপত্তাব্যবস্থা ছিল খুবই চমৎকার। আমাদের আসলেই ভালো লেগেছিল। তবে এখন যা ঘটছে, আমি যদি বলি যে উদ্বিগ্ন নই, সেটা মিথ্যা বলা হবে। একজন ক্রিকেটার হিসেবে সেখানে এখন যাওয়াটা অবশ্যই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।’


যদিও আসন্ন এই সফরে যাবেন কি যাবেন না এই বিষয়ে খোলাসা করে কিছু বলেননি এই ইংলিশ পেসার। সফরে যাওয়ার বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ওপর। তারা পাকিস্তানে যাওয়া নিরাপদ মনে করতে সেখানে যেতে আপত্তি নেই উডের।


তিনি বলেন,  ‘ওই দেশে যে অস্থিরতা চলছে, সেটা নিয়ে আলাপ করা ওদেরই কাজ, আমাদের নয়। আমরা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর আস্থা রাখি। ওরা যদি বলে যে যাওয়াটা নিরাপদ, তাহলে কোনো সমস্যা নেই। আমি জানি না, সফরের বিষয়ে সিদ্ধান্ত বদলানো হবে কি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball