promotional_ad

শাহরিয়ার সাকিবের ব্যাটে পাকিস্তানে বাংলাদেশের যুবাদের ড্র

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মিরপুরে ‘ড্র’ করে সিরিজ হার সোহানদের

৪ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

ম্যাচ জিততে শেষদিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রয়োজন ছিল ৩৫১ রান। বিপরীতে পাকিস্তানের যুবাদের দরকার ৯ উইকেট। এমন সমীকরণের ম্যাচে দিনের শুরুতে উইকেট হারালেও বাংলাদেশকে হারতে ব্যাটাররা। শাহরিয়ার সাকিবের সেঞ্চুরির সঙ্গে জিসান আলম ও মোহাম্মদ শিহাব জেমসের হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত একমাত্র চারদিনের ম্যাচ শেষ হয় ড্র দিয়ে।


৪১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ চতুর্থ দিন শুরু করে ১ উইকেটে ৬০ রান নিয়ে। ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই উইকেট হারায় টাইগার যুবারা। আগেরদিন ১৯ রানে অপরাজিত থাকা মোহাম্মদ সোহাগ আলি উইকেট দিয়ে ফিরেছেন মোহাম্মদ ইসমাইলকে।


promotional_ad

লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সোহাগ সাজঘরে ফিরলে জিসানকে দারুণ এক জুটি গড়ে তোলেন সাকিব। তারা দুজনে মিলে যোগ করেন ১৬৬ রান। ১৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলে জিসান ফিরলে ভাঙে তাদের এই জুটি। আফতাব ইবরাহিমের বলে মোহাম্মদ জুলকিফালকে ক্যাচ দিয়েছেন।


সেঞ্চুরি তুলে নেয়া সাকিব এরপর জুটি গড়েন শিহাব জেমসের সঙ্গে। সেঞ্চুরির পর অবশ্য সাজঘরে ফিরতে হয় সাকিবকে। ২১ চারে ২০২ বলে ১৩৪ রান করা সাকিব আউট হয়েছেন মোহাম্মদ ইবতিসামের বলে বাসিত আলির হাতে ক্যাচ দিয়ে। এরপর আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। চা বিরতির আগে তিন উইকেট হারানোর ফলে টাইগার যুবাদের হারের শঙ্কা তৈরি হয়।


দিনের শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২২ রান, আর পাকিস্তানের যুবাদের ৪ উইকেট। তবে পাকিস্তানকে উইকেট দেননি শিহাব জেমস এবং মাহফুজুর রহমান রাব্বি। কোন বিপদ ছাড়াই দিনের শেষ সেশন পার করেন তারা দুজন। ১০৩ বলে৮৫ রানে অপরাজিত ছিলেন জেমস আর তাকে সঙ্গ দেয়া মাহফুজুর ছিলেন ৯৫ বলে ৮ রান করে। বাংলাদেশ দিন শেষ করে ৬ উইকেটে ৩৫৭ রান নিয়ে। তাতে ড্র হয় সিরিজের একমাত্র চারদিনের ম্যাচটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball