গ্রিনের আইপিএল যাত্রায় ‘আপত্তি’ নেই কামিন্সের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড
১৩ মে ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নিলামে নজর কেড়ে নিতে পারেন ক্যামেরন গ্রিন। তরুণ এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার দল পেলে খুশি হবেন প্যাট কামিন্স, তবে জাতীয় দলের স্বার্থে গ্রিনকে আইপিএল থেকে দূরে রাখতে পারলেই লাভ হবে বলে মনে করছেন তিনি। যদিও গ্রিনকে আইপিএলে যেতে 'না' করছেন না অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে কেহন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন গ্রিন। যেখানে দুটি হাফ সেঞ্চুরিসহ ১৭৩.৭৫ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন এই পেস বোলিং অলরাউডার।

এমন পারফরম্যান্সের কারণে ২৩ ডিসেম্বর ভারতের কোচিতে অনুষ্ঠেয় আইপিএল নিলামের আগেই অনেক ফ্র্যাঞ্চাইজির নজরে আছেন গ্রিন। আর সেটা ভালোভাবেই টের পাচ্ছেন অজি অধিনায়ক কামিন্স।
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
গ্রিন প্রসঙ্গে তিনি বলেন, 'হ্যাঁ, অবশ্যই গ্রিন আইপিএলে নাম লেখাবে। আমরা অপেক্ষা করব এবং দেখব সামনে কী আছে। নিলাম হতে আরও দেরি আছে।'
'অধিনায়ক হিসেবে স্বার্থপরের মতো যদি বলি তাহলে বলব অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য গ্রিনের সব শক্তি আমি জমা রাখতে চাই। কিন্তু কারও সামনে যখন এরকম সুযোগ আসে তখন আপনি না করেন কীভাবে?'
গ্রিন দল পাওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও আগামী আইপিএলে খেলবেন না কামিন্স। কলকাতা নাইট রাইডার্সকে ইতোমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এই পেসার। মূলত সতেজ থেকে জাতীয় দলকে আরও বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স।