promotional_ad

গল টেস্টের তদন্তে নামছে আকসু

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্ট নিয়ে তদন্তে নেমেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ম্যাচটিতে পিছিয়ে গিয়েও ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নিয়েছিল পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ শফিক একাই খেলেছিলেন অপরাজিত ১৬০ রানের ইনিংস।


এই ম্যাচের ফলাফল নিয়েই প্রশ্ন ত্যলেছেন শ্রীলঙ্কার সংসদ সদস্য নালিন বান্দারা। তার এই অভিযোগের প্রেক্ষিতেই তদন্তে নেমেছে আইসিসির দুর্নীতি বিরোধী সংস্থা (আকসু)। তিনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকেও দুর্নীতির আখড়া বলে কড়া সমালোচনা করেছিলেন।


promotional_ad

সংসদে তিনি বলেছিলেন, 'সবশেষ পাকিস্তান সিরিজে আমাদের দল চারশ রান করেছিল। তবু শেষ ইনিংসে গিয়ে হেরে যায়। যারা পিচ রোল করে তাদের থেকে শুরু করে প্রত্যেককে অর্থ দেওয়া হয়েছে। বোর্ড এখন জুয়ার আখড়া হয়ে গেছে।'


গল টেস্টে শ্রীলঙ্কা ২২২ ও ৩৩৭ রান করেছিল। প্রথম ইনিংস শেষে তারা পাকিস্তানের চেয়ে ৪ রানে এগিয়ে ছিল। এরপর বড় লক্ষ্য দিলেও শফিকের ইনিংসে সহজ জয় তুলে নেয় পাকিস্তান। ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের আমন্ত্রণ জানানো হয়।


এই ব্যাপারে অবশ্য এখনও বিস্তারিত কিছু জানায়নি আইসিসি। তবে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে এই ঘটনার তদন্তের জন্য আকসুর এক কর্মকর্তা দ্রুতই শ্রীলঙ্কায় যাবেন। শ্রীলঙ্কার সঙ্গে দুর্নীতির সম্পর্ক বেশ পুরোনো।


এর আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার জন্য সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়াকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। এরপরও শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ থেমে নেই। প্রতিনিয়ত দেশটির ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নিত্য নতুন অভিযোগ উঠে আসে প্রায়ই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball