ভারত বিশ্বকাপ নিশ্চিত করলো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডার ব্যাটারদের কল্যাণে ভালো শুরু পেয়েছিল আফগানিস্তান। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা সেটা কাজে লাগাতে পারেননি। ব্যর্থ ছিল মিডল অর্ডার। তবে স্কোরবোর্ডে যে রান ছিল তা নিয়ে লড়াই করতে পারতো তারা। তবে বৃষ্টির বাগড়ায় সেই সুযোগ পেলেন না আফগান বোলাররা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলল আফগানরা।
পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। ইনিংস ওপেন করতে নেমে ১০ রান করে সাজঘরে ফেরেন ইব্রাহিম জাদরান। দলীয় ২২ রানে এই ওপেনারের বিদায়ের পর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় আফগানরা।

এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৭৩ বএল ৬৮ রান। আর তিনে নেমে ৫৮ রান করেছেন রহমত শাহ। তবে এরপর ব্যর্থ ছিলেন মিডল অর্ডার ব্যাটাররা।
শেষদিকে মোহাম্মদ নবির ৩৪ বলে ৪১ রানের সুবাদে ২২৮ রান তোলে অলআউট হয় আফগানিস্তান। এরপর ২২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ ওভার ৪ বলে বিনা উইকেটে ১০ রান তোলে শ্রীলঙ্কা। কিন্তু এরপর বৃষ্টি হানা দিলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
এদিকে বিশ্বকাপ সুপার লিগে ১৪ ম্যাচে ১১ জয়ের সঙ্গে এই পরিত্যক্ত ম্যাচ থেকে ৫ পয়েন্ট পেল আফগানরা। সব মিলিয়ে ১১৫ পয়েন্ট নিয়ে সপ্তম দেশ হিসেবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল তারা।