promotional_ad

অস্ট্রেলিয়ার রান পাহাড়ের চাপে ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

প্রথমদিনই সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মার্নাস ল্যাবুশেন এবং ট্রাভিস হেড। দ্বিতীয় দিনে দুইজনই দেড়শ স্পর্শ করেছেন। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫১১ রান তোলে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে অজিদের রান পাহাড়ের চাপে তাসের ঘরের মতো ভেঙ্গে গেছে ক্যারিবিয়ান টপ অর্ডার। দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১০২ রান তোলেছে ওয়েস্ট ইন্ডিজ।


আগের দিনের দুই অপরাজিত ব্যাটার দ্বিতীয় দিনে যেন নতুন করে শুরু করেন। ল্যাবুশেন-হেডের দুর্দান্ত জুটিতে সকালটা দারুণভাবে কাটিয়েছে অস্ট্রেলিয়া। তাদের সাবলীল ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলেছে দল। শেষ পর্যন্ত ল্যাবুশেনকে সাজঘরে ফিরিয়ে অজিদের সেই রান বন্যায় বাঁধ দেন ডেভন থমাস। 


promotional_ad

ল্যাবুশেনের ব্যাট থেকে এসেছে ১৬৩ রান। এমন ইনিংসে রেকর্ড বইয়ের পাতা কাটা-ছেঁড়া করেছেন এই টপ অর্ডার ব্যাটার। ঘরের মাঠে প্রথম ইনিংসে সর্বোচ্চ গড়ের রেকর্ডটি বহুদিন ছিল স্যার ডন ব্রডম্যানের। এবার তার নাম কেটে সেখানে নিজের নাম লেখালেন ল্যাবুশেন।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

৯ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

এই টপ অর্ডার ব্যাটার আউট হওয়ার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি হেডও। তিনি সাজঘরে ফিরেছেন ২১৯ বলে ১৭৫ রান করে। এরপর ক্যামেরন গ্রিনও দ্রুতই সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৯ রান। 


লোয়ার মিডল অর্ডারে একমাত্র অ্যালেক্স ক্যারি ছাড়া আর কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। ৪২৮ রানে চতুর্থ উইকেট হারানো অজিরা পরের ৬১ রান যোগ করতে হারায় আরও ৩ উইকেট। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫১১ রান তোলে ইনিংস ঘোষণা করে তারা।


শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ক্রেইগ ব্র্যাথওয়েটকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। শামার ব্রুকস এবং জার্মেইন ব্ল্যাকউডরাও দুই অঙ্ক ছুঁতে পারেননি। তবে ব্যাতিক্রম ছিলেন ত্যাগনারায়ন চন্দরপল। এই তরুণ ওপেনারের অপরাজিত ৪৮ রানে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১০২ রান তোলে দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে এখনও ৪০৯ রানে পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball