promotional_ad

কিউইদের পাকিস্তান সফরের টেস্ট দলে সোধি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২৩ ঘন্টা আগে
নাহিদ রানা

পাকিস্তান সফরের নিউজিল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন ইস সোধি। ২০১৮ সালের পর এবারই প্রথম কিউইদের টেস্ট স্কোয়াডে যুক্ত হয়েছেন এই লেগস্পিনার। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্ট ফরম্যাটের নেতৃত্ব ছাড়ায় এই সিরিজ থেকে কিউইদের অধিনায়কত্ব করবেন টিম সাউদি।


ক্যারিয়ারের এখন পর্যন্ত ১৭টি টেস্ট খেলেছেন সোধি। যদিও সাদা বলের ক্রিকেটার হিসেবেই বিশ্ব ক্রিকেটে সমাদৃত ৩০ বছর বয়সী এই স্পিনার। তবে খেলা উপমহাদেশে, অর্থাৎ পাকিস্তানের মাটিতে হওয়ায় আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে তার স্পিন সামর্থ্যকে।


promotional_ad

শুধু সোধি নন, সীমিত ওভারের আরেক বিশেষজ্ঞ ব্যাটার গ্লেন ফিলিপসকেও দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড। ২০২০ সালে ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছিলেন ফিলিপস।


অভিষেকে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতেই পারেননি ২৬ বছর বয়সী এই ব্যাটার। এরপর সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেললেও টেস্টে দেখা যায়নি তাকে।


এই সফরের দলে ডাকা হয়নি কয়েকমাস আগে কেন্দ্রীয় চুক্তিতে ছেড়ে যাওয়া পেসার ট্রেন্ট বোল্টকে। ইনজুরির কারণে এই সিরিজে থাকছেন না আরেক পেসার কাইল জেমিসনও।


২০০৩ সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। ২৬ ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে এই সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি, ভেন্যু মুলতান।


নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম (সহ-অধিনায়ক), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, ইস সোধি, ব্লেয়ার টিকনার, নিল ওয়াগনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball