গ্যাবার উইকেটকে ‘সবচেয়ে কঠিন’ বলছেন স্মিথ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
ব্রিসবেনের গ্যাবার উইকেটকে অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন উইকেট হিসেবে মূল্যায়ন করছেন স্টিভ স্মিথ। এখানে যতবারই খেলেছেন, ততবারই বাড়তি চ্যালেঞ্জ কাজ করে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট সহ-অধিনায়ক।
এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার প্রথম টেস্ট শেষ হয়েছে মাত্র দুইদিনে। ম্যাচে মোটে খেলা হয়েছে ৮৬৬ বল। অস্ট্রেলিয়ার মাটিতে এটা দ্বিতীয় সর্বনিম্ন বলের টেস্ট ম্যাচের রেকর্ড। এই ম্যাচে মাত্র দুই দিনে পতন হয়েছে ৩৪ উইকেট!

অর্থাৎ প্রতি ২৫.৫ বলে একটি উইকেটের পতন হয়েছে। ব্যাট হাতে তেমন সফল ছিলেন না স্মিথও। প্রথম ইনিংসে লড়াকু ৩৬ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ছয় রানে আউট হয়েছেন তিনি।
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
৩ ঘন্টা আগে
স্মিথ বলেন, 'ব্যাটার হিসেবে এমন উইকেট আমি চাইব না। এসব উইকেটে ব্যাটে-বলে অনেক প্রতিযোগিতা হয়। সম্ভবত অস্ট্রেলিয়ায় আমি যেসব উইকেটে খেলেছি এটা তার মধ্যে সবচেয়ে কঠিন উইকেট।'
এই টেস্টে অস্ট্রেলিয়া ৪ উইকেটের জয় পেলেও আইসিসির কাছে এই ম্যাচের উইকেট ছিল 'গড়পড়তা মানের নিচে'। ফলে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে গ্যাবার নামের পাশে। ম্যাচ শেষে এই ম্যাচের উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন সাউথ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারও।
উইকেট প্রসঙ্গে সেই ম্যাচের রেফারি রিচি রিচার্ডসন বলেন, 'সব মিলিয়ে এই টেস্টের জন্য গ্যাবার উইকেট ছিল অত্যাধিক বোলারদের অনুকূলে। এখানে বাড়তি বাউন্স ছিল এবং মাঝে মাঝে অনেক সিম মুভমেন্ট হয়েছে। দ্বিতীয় দিনে কিছু ডেলিভারি অনেক নিচু হয়েছে। এটা ব্যাটারদের জন্য জুটি গড়া কঠিন করে দিয়েছিল।'
এমনকি প্রোটিয়া অধিনায়ক এলগার আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলেন এই উইকেটে খেলা সুরক্ষিত কিনা। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও ব্রিসবেনের উইকেট নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এই ধরনের উইকেট টেস্ট খেলার উপযোগী কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলগার।