promotional_ad

বাদ পড়লেন ধাওয়ান, ফিরলেন স্যামসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য পৃথক পৃথক দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দুই ফরম্যাটের দলেই জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে।


চলতি বছর ভারতের মূল দল টি-টোয়েন্টিতে মনোনিবেশ করলেও ওয়ানডে দলে নিয়মিত ছিলেন শিখর ধাওয়ান। যদিও বাজে ফর্মের কারণে এই ফরম্যাটের দল থেকে ছিটকে গেছেন তিনি। চলতি বছর ওয়ানডেতে নিয়মিত না খেললেও লঙ্কানদের বিপক্ষে আবারও ফিরছেন রোহিত শর্মা।


আর টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা না থাকায় নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়েছিলেন রোহিত। এর ফলে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ছিলেন না তিনি। এবার অবশ্য পূর্ণ ফিট হয়েই ফিরছেন তিনি।


promotional_ad

চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ শামি। এদিকে, চোট পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। টি-টোয়েন্টি সিরিজের দলে সবচেয়ে বড় চমক সাঞ্জু স্যামসন।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

ভারত নতুন বছর শুরু করবে টি-টোয়েন্টি দিয়ে। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩ জানুয়ারি। এরপর বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ৫ ও ৭ জানুয়ারি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ জানুয়ারি। আর বাকি দুই ওয়ানডে হবে ১২ ও ১৫ জানুয়ারি।


ভারতের টি-টোয়েন্টি দল:


হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদিপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিভাম মাভি, মুকেশ কুমার।


ভারত ওয়ানডে দল:


রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান হিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, আর্শদিপ সিং।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball