সিডনি টেস্টে খেলা হচ্ছে না গ্রিনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ক্যামেরন গ্রিন। আঙুল ভেঙে যাওয়ার কারণে আসন্ন এই টেস্ট থেকে ছিটকে গেছেন অজি এই অলরাউন্ডার।
মেলবোর্নে চলমান বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় অ্যানরিখ নরকিয়ার একটি ডেলিভারি গ্রিনের আঙুলে এসে লাগে। তারপরই রিটায়ার্ড হার্ট হন তিনি। পরে এক্সরে রিপোর্টে দেখা যায়, ডান হাতের তর্জনীতে ফাটল ধরেছে গ্রিনের।

যদিও ফাটল খুব বেশি গুরুতর নয়। তবে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট এ নিয়ে কোনও প্রকার ঝুঁকি নিতে চাইছে না। যার কারণে সামনের টেস্টে দলে থাকছেন না ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নেন গ্রিন। ম্যাচে মিচেল স্টার্ক আঙুলের ইনজুরিতে পড়ার পর বোলিং আক্রমণে এসেছিলেন তিনি।
ব্রিসবেনের গ্যাবায় সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টেও সুবিধানজক অবস্থানে আছে তারা।
সাউথ আফ্রিকার করা ১৮৯ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫৭৫ রান। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে প্রোটিয়ারা। একটি উইকেটও হারিয়ে ফেলেছে তারা। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি। ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড।