promotional_ad

পাকিস্তানের সম্ভাব্য ওয়ানডে দলে ৫ বছর পর শারজিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২৩ ঘন্টা আগে
নাহিদ রানা

সবশেষ ২০১৭ সালে পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলেছিলেন শারজিল খান। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সেই ওয়ানডের পর আর পাকিস্তানের জার্সিতে দেখা যায়নি বাঁহাতি এই ব্যাটারকে। তবে অন্তবর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েই শারজিলকে ফেরালেন শহিদ আফ্রিদি। 


ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সম্ভাব্য ২১ জনের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। তাতে ৫ বছর পর জাতীয় দলের রাডারে এলেন শারজিল। ২১ জনের সম্ভাব্য স্কোয়াডে জায়গা দেয়া হয়েছে আবরার আহমেদ, কাশিম আকরামসহ ৬ আনক্যাপড ক্রিকেটারকে। এদিকে পরবর্তিতে স্কোয়াডটি ১৬ জনের করা হবে।


promotional_ad

তিন বছর পর ওয়ানডে দলে ফেরানো হয়েছে শান মাসুদকেও। সবশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে চোট থেকে এখনও সেরে উঠতে না পারায় ওয়ানডে দলে নেই পেসার শাহীন শাহ আফ্রিদি এবং ব্যাটার ফখর জামান। 


তারা দুজনে আপাতত হাঁটুর চোট থেকে সেরে উঠার জন্য পুনর্বাসনে রয়েছেন। এদিকে ইংল্য্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আলো ছড়ানো আবরারকে ডাকা হয়েছে ওয়ানডে দলের সম্ভাব্য স্কোয়াডে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে বাজিমাত করা তৈয়ব তাহির, আকরাম, কামরান গুলাম ও আমির জামালকে সুযোগ দেয়া হয়েছে।


সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাহিদ মেহমুদ। আগামী ৯, ১১ এবং ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজটি। সবগুলো ম্যাচই হবে করাচিতে। 


পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড- বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আমির জামাল, হারিস রউফ, হাসান আলী, ইহসানউল্লাহ, ইমাম উল হক, কামরান ঘুলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, কাসিম আকরাম, সালমান আলী আঘা, শাদাব খান, শাহনেওয়াজ দাহানি, শান মাসুদ, শারজিল খান এবং তৈয়ব তাহির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball