আইপিএলে ‘ব্যাটার’ হিসেবেই থাকতে হচ্ছে অলরাউন্ডার গ্রিনকে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার তরুণ এই অলরাউন্ডারকে বড় অঙ্কে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও আসন্ন আইপিএলে বোলিং করতে পারবেন না গ্রিন, তাকে খেলতে হবে ব্যাটার হিসেবেই।
মূলত ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বেঁধে দেয়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করার কারণেই আইপিএলে বোলিং করা হচ্ছে না গ্রিনের। ইতোমধ্যেই আইপিএল সংশ্লিষ্টদের এই ব্যাপারে অবগত করেছে সিএ।

আইপিএল সিওও হিমাং আমিন বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া আজ সকালে জানিয়েছে ক্যামেরন গ্রিন খেলার জন্য প্রস্তুত। বর্ডার-গাভাস্কার ট্রফিতে সে যদি চারটি ম্যাচই খেলে তাহলে চার নম্বর টেস্টে শেষ হওয়ার পরবর্তী চার সপ্তাহ সে বোলিং করবে না। সিরিজের চতুর্থ ম্যাচটি ৯ থেকে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে।'
বেঙ্গালুরুতে বেথেলের বদলি সেইফার্ট
৭ ঘন্টা আগে
ইতোমধ্যেই আইপিএলের সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে মেইলও করেছেন আমিন। বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচের পর চার সপ্তাহ হিসেব করতে গেলে অন্তত ১৩ এপ্রিল পর্যন্ত বোলিং করা হবে না গ্রিনের।
তবে এরপরের সময়টায় বোলিং করতে পারবেন গ্রিন। নিলামে ১৭.৫০ কোটি রুপিতে গ্রিনকে দলে ভিড়িয়েছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের শুরুর ভাগে গ্রিনকে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলাতে হবে তাদের।
২৩ বছর বয়সী গ্রিন কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া বক্সিং ডে টেস্টে আঙুলের ইনজুরিতে পড়েন। টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় অ্যানরিখ নরকিয়ার একটি ডেলিভারি গ্রিনের আঙুলে এসে লাগে। তারপরই রিটায়ার্ড হার্ট হন তিনি।
পরে এক্সরে রিপোর্টে দেখা যায়, ডান হাতের তর্জনীতে ফাটল ধরেছে গ্রিনের। সেই ম্যাচে পরে আবার ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি করেন গ্রিন। যদিও সিডনি টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। জানা গেছে, দ্রুতই আঙুলে অপারেশন করাবেন তিনি।