শ্রীলঙ্কা সিরিজ শেষ স্যামসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলিদের বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক পরাগ, নেই স্যামসন
২১ এপ্রিল ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অবশিষ্ট দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন সাঞ্জু স্যামসন। ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটের কারণেই খেলা হচ্ছে না তার। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ইতোমধ্যেই তার বিকল্প ঘোষণা করেছে বিসিসিআই। তার বদলে প্রথমবারের মতো ভারতীয় দলে জায়গা পেয়েছেন ২৯ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা। গত আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স ছিল তার।

বিসিসিআই বলেছে, 'ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে সীমানার কাছে একটি বলে ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে চোট পেয়ে সিরিজ শেষ হয়ে গেছে কিপার-ব্যাটসম্যান স্যামসনের। মুম্বাইয়ে তার স্ক্যান করানো হয়েছে এবং বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল বিভাগ তাকে বিশ্রাম নেওয়ার ও পুনর্বাসনের পরামর্শ দিয়েছে।'
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
ভারতের ঘরোয়া ক্রিকেটে সুপরিচিত নাম জিতেশ। পুরো ভারতজুড়ে টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ক্যারিয়ারে মোট ৭৬টি টি-টোয়েন্টিতে প্রায় দেড়শ স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ৭৮৭ রান। একটি সেঞ্চুরির সঙ্গে নয়টি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। ৫৪টি ক্যাচ লুফে নেয়ার পাশাপাশি করেছেন ১২টি স্টাম্পিংও।
মুম্বাইতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে দুই রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে হার্দিক পান্ডিয়ার ভারত। পুনেতে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সিরিজ নিশ্চিত করার মিশনে মাঠে নামবে তারা।
ভারত টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দিপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদিপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিভাম মাভি, মুকেশ কুমার।