আক্ষেপ থাকলেও খাওয়াজা বললেন, 'দলই আগে'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিট থেকেও না খেলার অভিযোগ উড়িয়ে দিলেন খাওয়াজা
২১ মার্চ ২৫
জয়ের নেশায় যেকোনো অধিনায়কেরা ব্যক্তি ক্রিকেটারের চেয়ে দলের স্বার্থকেই বড় করে দেখেন। এর উদাহরণ দেখা গেছে সদ্য শেষ হওয়া সিডনি টেস্টে। অজি ব্যাটার উসমান খাওয়াজা ১৯৫ রানে অপরাজিত থাকলেও অধিনায়ক প্যাট কামিন্স ইনিংস ঘোষণা করতে দ্বিধা বোধ করেননি।
ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হলে অনেকেই কামিন্সের সেই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। যদিও ম্যাচ শেষে দলের স্বার্থকেই বড় করে দেখালেন ডাবল সেঞ্চুরি মিস করা খাওয়াজা। অবশ্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাতছাড়া করে কিছুটা হতাশায়ও পুড়েছেন এই অজি ব্যাটার।

অস্ট্রেলিয়ার ক্রিকেটের সংস্কৃতিটাই এমন। তারা সব সময়ই ক্রিকেটারদের ব্যক্তি স্বার্থের চেয়ে দলের প্রয়োজনটাই বড় করে দেখে। তাই দলের সংস্কৃতির ওপর শ্রদ্ধা রেখেই মন্তব্য করেছেন খাওয়াজা। ক্রিকেট যেহেতু দলগত খেলা তাই দলের চাহিদাটাই গুরুত্বপূর্ণ মনে করেছেন এই অজি ওপেনার।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
তিনি বলেন, ‘নামের পাশে দ্বিশতক থাকলে ভালো লাগত। আমরা মাঠে নামি এই সব অর্জনের জন্যই। কিন্তু দিন শেষে তো জয়টাই আসল। ছোট–বড় যারাই এই ম্যাচটা দেখেছে, কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটটা যারা দেখে আসছে, তারা জানে অস্ট্রেলিয়ার খেলায় দল সবকিছুর আগে। আর দলগত খেলাতে এটাই গুরুত্বপূর্ণ।’
অবশ্য ১৯০ রান ছুঁয়েও ডাবল সেঞ্চুরি না পাওয়া হতভাগা শুধু খাওয়াজাই নন। তার পাশে নাম আছে আরও আটজনের।তবে ১৯০ পার হওয়ার পর ইনিংস ঘোষণার কারণে ডাবল সেঞ্চুরি বঞ্চিত হওয়া ঘটনা রয়েছে আর মাত্র দুটি।