promotional_ad

কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

গৌহাটিতে বিরাট কোহলির সেঞ্চুরি এবং রোহিত শর্মা ও শুভমান গিলের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩৭৩ রান তোলে ভারত। শুরু থেকেই এ দিন আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকে ভারতীয়রা। ১৯.৪ ওভারের মধ্যে উদ্বোধনী জুটিতে তোলে ১৪৩ রান।


৬০ বলে ৭০ রান করে গিল ফিরে গেলে এই জুটি ভাঙে। দলীয় ১৭৩ রানের মধ্যে ফিরে যান রোহিতও। ভারতের অধিনায়ক করেন ৬৭ বলে ৮৩ রান। তারপর রানের চাকা সচল রাখতে কোহলির সঙ্গে যোগ দেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলরা।


promotional_ad

আইয়ার ২৪ বলে ২৮ ও রাহুল ২৯ বলে ৩৯ রানের ক্যামিও খেলে ফিরে যান। তারপর সেঞ্চুরি আদায় করেন কোহলি। ওয়ানডেতে এটি তার ৪৫তম সেঞ্চুরি। সেঞ্চুরির পর কাসুন রাজিথার বলে ফিরে যান কোহলি।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

ফেরার আগে করেন ৮৭ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১১৩ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়া করেন ১২ বলে ১৪ রান। শ্রীলঙ্কার হয়ে ৮৮ রান খরচায় তিন উইকেট নেন রাজিথা।


লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৪ রানের মধ্যেই তিন ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। আভিস্কা ফার্নান্দো ৫, কুশল মেন্ডিস ০ এবং চারিথ আসালঙ্কা ২৩ রান করে বিদায় নেন। এরপর ধনঞ্জয়া ডি সিলভা ও পাথুম নিশাঙ্কা মিলে ৭২ রানের জুটি গড়েন।


ধনঞ্জয়া ৪০ বলে ৪৭ রান করে বিদায় নেন। দলীয় ১৬১ রানের মধ্যে বিদায় নেন নিশাঙ্কাও। ৮০ বলে ৭২ রান আসে তার ব্যাটে। এরপর একাই লড়াই চালিয়ে যান দাসুন শানাকা। নিচের দিকে সঙ্গ পাননি তিনি।


একক নৈপুণ্যে দলকে তিনশ ছাড়ানো স্কোর এনে দেয়ার পাশাপাশি নিজেও তুলে নেন সেঞ্চুরি। কিন্তু সেটি কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। ৮৮ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১০৮ রান তুলে অপরাজিত থাকেন শানাকা।


নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা তোলে ৮ উইকেটে ৩০৬ রান। ভারতের বোলারদের মধ্যে ৫৭ রান খরচায় তিন উইকেট নেন উমরান মালিক। ৩০ রান খরচায় দুই উইকেট নেন মোহাম্মদ সিরাজ।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball