promotional_ad

অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশের মেয়েরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাড়তি এক ম্যাচ খেলে আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

৪ ঘন্টা আগে
সিরিজ জয়ের উল্লাসে আরব আমিরাত, ফাইল ফটো

আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আক্তারের হাফ সেঞ্চুরির জবাব বেশ ভালোভাবেই দিচ্ছিলেন ভিশমি গুনারত্নে ও দেওমি বিহাঙ্গা উইজেরাথনে। দারুণ ব্যাটিংয়ে দুজনে হাফ সেঞ্চুরি তুলে নিলেও শ্রীলঙ্কার মেয়েদের জেতাতে পারেননি তারা। শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করলো বাংলাদেশের মেয়েরা। এর আগে অস্ট্রেলিয়াকে ৭ উইকেট হারিয়েছে দিশা বিশ্বাসের দল।


বেনোনিতে জয়ের জন্য ১৬৬ রান তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে শুরুতেই চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে নেথমি সেনারত্নেকে ফেরান মারুফা আক্তার। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে কভার দিয়ে খেলতে গিয়ে রাবেয়া খাতুনের হাতে ক্যাচ দেন এই ব্যাটার।


আরেক ওপেনার সুমুদু নিসানসালাকে ইনিংস বড় করতে দেননি দিশা। ডানহাতি এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন সুমুদু। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ৩ রানে। এরপর অবশ্য দারুণ জুটি গড়ে তোলেন গুনারত্নে ও উইজেরাথনে।


promotional_ad

তারা দুজনে মিলে যোগ করেন ৯৬ রান। হাফ সেঞ্চুরি করা উইজেরাথনেকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারুফা। ডানহাতি এই পেসারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৫৫ রানে আউট হন উইজেরাথনে। চারে নামা এই ব্যাটার ফেরার পর হাফ সেঞ্চুরি তুলে নেন গুনারত্নে। তবে লঙ্কানদের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। গুনারত্নে অপরাজিত ছিলেন ৬১ রানে। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন মারুফা।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রত্যাশা ও মিষ্টির ব্যাটে দারুণ শুরু করে বাংলাদেশ। দাপুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তোলে তারা। দুলাঙ্গা দিসানায়েকের বলে ছক্কা মেরে ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন প্রত্যাশা। ইনিংসটি খেলতে ৫টি চার ও তিনটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ওপেনার।


যদিও হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। রাশমি নেথরাঞ্জলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৫৩ রান করা প্রত্যাশা। একই ওভারে রান আউট হয়েছেন মিষ্টি সাহা। ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ১৪ রান।


এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশের মেয়েরা। দারুণ ব্যাটিংয়ে চারে নেমে মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া দিলারা ৩৬ রানে অপরাজিত ছিলেন। 


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল- ১৬৫/২ (২০ ওভার) (প্রত্যাশা ৫৩, স্বর্ণা ৫০*, দিলারা ৩৬, মিষ্টি ১৪; রাশমি ১/৩০)


শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল- ১৫৫/৪ (২০ ওভার) (গুনারত্নে ৬১*, উইজেরাথনে ৫৫; মারুফা ২/১৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball