ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন না রাজা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলা হচ্ছে না সিকান্দার রাজার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলার কারণে তাকে ছুটি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।
চলমান আইএলটি-টোয়েন্টিতে শুরু থেকেই খেলছেন রাজা। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারের বিশ্বজুড়ে অনুষ্ঠিত হওয়া সব টি-টোয়েন্টি লিগগুলোতে যথেষ্ট চাহিদা রয়েছে। আর সেটা বিবেচনা করেই তাকে ছুটি দিয়েছে জেডসি।

এদিকে দুই ম্যাচের এই টেস্ট সিরিজে খেলা নিয়ে শঙ্কা আছে জিম্বাবুয়ের নিয়মিত টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস ও ব্লেসিং মুজারাবানির। দলের সহ-অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটরক্ষক রেগিস চাকাভাও এই সিরিজে অনিশ্চিত।
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
১ ঘন্টা আগে
ঘরের মাঠের এই সিরিজে রাজার অনুপস্থিতি তাই দারুণ ভোগাতে পারে জিম্বাবুয়েকে। যদিও সীমিত ওভারের ক্রিকেটে রাজার অসাধারণ নিবেদনকে গুরুত্ব দিয়েই তাকে ছুটি দিয়েছে জেডসি।
আগামী ৪ ফেব্রুয়ারি বুলাওয়ে টেস্টের মধ্য দিয়ে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটি। একই ভেন্যুতে ১২ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।