promotional_ad

প্লে-অফের আগে কুমিল্লা শিবিরে মঈন, বরিশালে রাজাপাকশে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন

২৭ মার্চ ২৫
রাজস্থানের বিপক্ষে দুই উইকেট নেন মঈন আলী, ফাইল ফটো

নতুন তারকা ক্রিকেটারদের আগমনে শেষ মুহূর্তে রঙ ছড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্লে-অফের ঠিক আগমুহূর্তে বিপিএল খেলতে এলেন মঈন আলী এবং ভানুকা রাজাপাকশে। মঈনকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজাপাকশেকে ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে।


গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেই পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আসন্ন পিএসএল খেলতে অন্যান্য পাকিস্তানিদের মতো বিপিএল ছেড়েছেন তিনি। তার বদলেই কুমিল্লা দলে নিয়েছে তাদের পুরোনো ক্রিকেটার মঈনকে।


রিজওয়ান ছাড়াও বিপিএলে কুমিল্লার হয়ে এবারের মৌসুম খেলেছেন খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ এবং হাসান আলী। ইতোমধ্যে তাদের বদলিও নিয়ে এসেছে কুমিল্লা। তাদের বদলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।


promotional_ad

গত আসরে কুমিল্লার জার্সি গায়ে ৭ ম্যাচে ১৫০ স্ট্রাইক রেটে ২২৫ রান করেছিলেন মইন। বল হাতে উইকেট নিয়েছিলেন ৯টি। ফাইনালেও ৩৮ রানের ইনিংস খেলে দলকে শিরোপাও জিতিয়েছিলেন।


পুরোনো যোদ্ধাকে সঙ্গে নিতে তাই ভুল করেনি কুমিল্লা। গত আসরের আগে বিপিএলে একবারই খেলেছিলেন মঈন। ২০১৩ বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে তখনও তার অভিষেকই হয়নি।


এদিকে দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে এসেছেন রাজাপাকশে। পুরোনো ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ছয়টি ম্যাচ খেলে ৩৭.৬০ গড় ও ১৫৫.৩৭ স্ট্রাইক রেটে ১৮৮ রান করেছিলেন তিনি।


রাজাপাকশের বরিশাল ১২ ফেব্রুয়ারির এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে। মঈনের কুমিল্লা একই দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে।


পিএসএলের জন্য বিপিএল ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম। এ ছাড়া রংপুরের হারিস রউফ ও শোয়েব মালিক, খুলনা টাইগার্সের আজম খান এবং ওয়াহাব রিয়াজরা বিপিএল ছেড়ে আগেই পাকিস্তানে চলে গেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball