জ্যোতির একার লড়াই, অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা
২০ মে ২৫
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষেও হারল বাংলাদেশ। এ নিয়ে টানা দুই ম্যাচ হারল নিগার সুলতানা জ্যোতির দল। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই এই ম্যাচ হেরেছে তারা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। এ দিন দলটির হয়ে দুই অঙ্কএর রান স্পর্শ করতে পেরেছেন কেবল দুজন। অধিনায়ক নিগার করেন ৫০ বলে ৫৭ রান।

সাথে ২৭ বলে ১২ রান করেন স্বর্ণা আক্তার। এই দুজন ছাড়া উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি কেউই। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দলের ব্যাটারদের কাছে বেশি সংখ্যক বাউন্ডারি চেয়েছিলেন জ্যোতি।
সেটিও হয়নি। পুরো ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা হারায় বাংলাদেশ। এর মধ্যে জ্যোতি একাই হাঁকান সাতটি বাউন্ডারি। একমাত্র ছক্কাটিও আসে তার ব্যাটে। অস্ট্রেলিয়া হয়ে ২০ রান খরচায় তিনটি উইকেট নেন জর্জিয়া ওয়্যারহ্যাম। দুটি উইকেট নেন ডার্সি ব্রাউন।
লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই বেথ মুনির উইকেট হারায় অজিরা। পাঁচ বলে দুই রান করা মুনিকে ফাহিমা খাতুনের ক্যাচ বানিয়ে ফেরান মারুফা আক্তার। তারপর অ্যালিসা হিলি ও ম্যাগ ল্যানিংয়ের ব্যাটে ম্যাচ বের করে অজিরা।
দুজন মিলে ৬৯ রানের জুটি গড়েন। হিলি চারটি চার ও একটি ছক্কায় ৩৬ বলে ৩৭ রান করে ফিরলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ল্যানিং। ৪৯ বলে হার না মানা ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল চারটি চারের মার।
হিলির উইকেটটি নেন স্বর্ণা। ১৮.২ ওভারের মধ্যে ৮ উইকেট হাতে রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। আসরে এটি তাদের টানা দ্বিতীয় জয়। অপরদিকে বাংলাদেশের টানা দ্বিতীয় হার।