promotional_ad

ব্রুক-ডাকেট ঝড়ের পর নিউজিল্যান্ডকে চাপে রেখেছে পেসাররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

৯ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনে মাত্র ৫৭ ওভার ২ বল খেলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। এর আগে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছে বেন স্টোকসের দল। যেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন বেন ডাকেট এবং হ্যারি ব্রুক। এরপর শেষ বিকেলে কিউইরা ব্যাটিং করতে নেমে তিন উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে। 


শুরুতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি জ্যাক ক্রলি। ৪ রান করা এই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন টিম সাউদি। তবে তার বিদায় খুব একটা প্রভাব ফেলেনি দলের ব্যাটিংয়ে।


কারণ আরেক ওপেনার ডাকেট এদিন প্রথম থেকেই সাবলীল ছিলেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৬৮ বলে ৮৪ রান। আর তিনে নেমে অলি পোপ করেছেন ৪২ রান। এই দুইজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৯৯ রান। 


promotional_ad

এদিন অবশ্য সুবিধা করতে পারেননি জো রুট। এই অভিজ্ঞ ব্যাটার উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ১৪ রান করে নেইল ওয়াগনারের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

রুট দ্রুত ফিরলেও মাউন্ট মঙ্??ানুইয়ে প্রথম দিনেই ঝড় তুলেছেন ব্রক। ইনফর্ম এই ব্যাটার সাদা পোশাকের ক্রিকেট গত কয়েক মাস ধরেই ধারাবাহিক। সেই ফর্ম টেনে এনেছেন তাসমান পাড়েও। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮১ বলে ৮৯ রান।


শেষদিকে স্টোকসের ১৯ রান এবং বেন ফোকসের ৩৮ রানের সুবাদে ৫৭ ওভার ২ বল খেলে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। 


এরপর শেষবিকেলে ব্যাটিংয়ে নেমে ইংলিশ পেসারদের তোপের মুখে পুড়েছে নিউজিল্যান্ড। শেষপর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে প্রথম দিনের খেলা শেষ করেছে কিউইরা। 


সংক্ষিপ্ত স্কোর: (১ম দিন)


ইংল্যান্ড (১ম ইনিংস)- ৩২৫/৯ (৫৭.২ ওভার) (ব্রুক ৮৯, ডাকেট ৮৪; ওয়েগনার ৪/৮২)


নিউজিল্যাড (১ম ইনিংস)- ৩৭/৩ (১৮ ওভার) ( কনওয়ে ১৭*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball