promotional_ad

শ্রীলঙ্কার টেস্ট দলে চমক মাদুশকা-রত্নায়েকে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নিশান মাদুশকা ও মিলান রত্নায়েকে। টেস্ট দলে ফিরেছেন লাহিরু কুমারা। এদিকে নিয়মিত সীমিত ওভারের ক্রিকেটে খেললেও টেস্ট অভিষেক না হওয়া চামিকা করুনারত্নেও দলে রয়েছেন।


এই ডানহাতি ব্যাটার ও মিডিয়াম পেস বোলার তার টেস্ট ক্যারিয়ারের একমাত্র ম্যাচটি খেলেছেন ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন চামিকা। এরপর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ২২ রান। দুই ইনিংসেই বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও বল হাতে নিতে পারেননি কোনো উইকেট। এমন হতশ্রী পারফরম্যান্সের পর দলে থেকেই বাদ পড়তে হয় তাকে।


এদিকে ২৩ বছর বয়সী মাদুশকা ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দারুণ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে সেই সিরিজে ২৪১ ও ১০০ রানের দুটি ইনিংস খেলেছিলেন। এ ছাড়া বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৫০ রানের আরেকটি ইনিংস খেলে নির্বাচকদের নজর কেড়ে নিয়েছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।


promotional_ad

মাদুশকার কপাল খুললেও কপাল পুড়েছে পাথুম নিশাঙ্কার। নিশাঙ্কা ১৫ ইনিংসে ৫৩৭ রান করেছেন। ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত শ্রীলঙ্কা দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৩ ইনিংসে মাত্র ৪৩ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। এরপর করোনার কারণে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে খেলতে পারেননি তিনি।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

৯ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

নিশাঙ্কার সঙ্গে শ্রীলঙ্কা দলে জায়গা হারিয়েছেন মাহিশ থিকশানা, লক্ষ্মীথা মানাসিংহে, জেফরি ভ্যানডারসে, দুনিথ ইয়ালাঙ্গা ও দিলশান মাদুশঙ্কা। টেস্ট সিরিজের দলে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে আছেন প্রভাত জয়াসুরিয়া। যদিও তার সঙ্গে পার্টটাইম স্পিনার হিসেবে রাখা হয়েছে রমেশ মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসকে।


ব্যাটিং ইউনিটের নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নেই। এ ছাড়া ওশাদা ফার্নান্দো যেকোনো জায়গাতে ব্যাট করতে পারেন। তবে কিউইদের বিপক্ষে মাদুশঙ্কার জায়গাতেই খেলতে দেখা যেতে পারে ফার্নান্দোকে। মিডল অর্ডারে শ্রীলঙ্কার অভিজ্ঞতা বাড়াবেন অ্যাঞ্জেলো মেন্ডিস ও দীনেশ চান্দিমাল।


এ ছাড়া দুর্দান্ত ফর্মে রয়েছেন কুশাল মেন্ডিসও। আসন্ন এই সিরিজকে সামনে রেখে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ ফিট উপরে রাদেলাতে নিজেদের অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা। মূলত কিউইদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এখানে অনুশীলন করছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সিরিজ শুরু হবে ৯ মার্চ।


শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, নিশান মাদুশকা, রমেশ মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, মিলান রত্নায়েকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball