promotional_ad

ওয়াগনারের কাছেই ম্যাচ হেরেছে ইংল্যান্ড, ম্যাককালামের স্বীকারোক্তি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম

১৯ ঘন্টা আগে
ইংল্যান্ডের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম

ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নেইল ওয়াগনার। অবিশ্বাস্য টেস্ট হারের পর তাই তার কথা আলাদাভাবে বলেছেন ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ওয়াগনারের শক্ত মানসিকতার কারণেই ইংল্যান্ড হেরেছে, এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।


নিজের খেলোয়াড়ি জীবনে ওয়াগনারের দক্ষতায় অনেক ম্যাচ জিতেছেন ম্যাককালাম। ২০১২ সাল থেকে একসঙ্গে খেলেছেন দুজন। এরপর ২০১৩ সালে যখন ম্যাককালাম অধিনায়ক হন তখনও টেস্টে অনেক ম্যাচে ওয়াগনারকে কেন্দ্র করেই রণকৌশল সাজিয়েছেন তিনি।


২০১৬ সাল পর্যন্ত টেস্টে নিউজিল্যান্ডের হয়ে বেশ সাফল্যও পেয়েছেন এই দুজন। আর তাই এই ম্যাচ হারের পরও ওয়াগনারকে নিয়ে প্রশংসা করতে ভুল করেননি ম্যাককালাম। তার মতে, এমন কঠিন সমীকরণের ম্যাচ যোগ্য লোকের হাত ধরেই ঘুরে গেছে।


promotional_ad

তিনি বলেন, 'এটা কঠিন ম্যাচ ছিল। কোনও পরিকল্পনা খুঁজে বের করার জন্য সঠিক এবং যোগ্য চরিত্রের লোক দরকার ছিল। নেইল ওয়াগনার সেরকমই একজন যোগ্য চরিত্রের লোক, যাকে আমি লম্বা সময় ধরে দেখে আসছি। অবশ্যই তাদের লম্বা সময় ধরে নেতৃত্ব দেয়াটা আমার জন্যে আনন্দের ছিল। আর এখন তার বিপক্ষে খেলতে নামা!'


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

১৭ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

'আপনি জানেন, সে অনেক বড় হৃদয় নিয়ে খেলে। পরিস্থিতি যখন কঠিন হয় তখন সে কোনো না কোনো উপায় বের করে। সে আজ ভালো খেলেছে। ভালোর চাইতেও ভালো খেলেছে। সে অসাধারণ খেলেছে। তার পরিকল্পনাতেই ম্যাচটি জমে উঠেছে।'


ওয়েলিংটনে ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিনেই ১ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে ফেলে ইংল্যান্ড। যদিও শেষদিনের জন্য জমা ছিল অধিনায়ক টিম সাউদি, ম্যাট হেনরি এবং ওয়েগনারের বোলিং তোপ।


এই ত্রয়ীর আক্রমণের মুখেই মুখ থুবড়ে পড়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ। ৮০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় তারা। এরপর ২৫৬ রানে অলআউট হয় দলটি। কেবল জো রুটই করেন ইনিংস সর্বোচ্চ ৯৫ রান।


এছাড়া বেন ফোকস ৩৫ এবং বেন ডাকেট আর বেন স্টোকস ৩৩ রান করে করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। এক রানে হেরে যায় ইংল্যান্ড। ওয়াগ নেন ৬২ রান খরচায় চার উইকেট। ম্যাচে অলি পোপ, রুট, স্টোকসের তিনটি মহা গুরুত্বপূর্ণ উইকেটের পাশাপাশি জেমস অ্যান্ডারসনকেও প্যাভিলিয়নে ফেরান ওয়াগনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball