এমন হারেও উজ্জীবিত স্টোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম
১৯ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র এক রানে হেরেছে ইংল্যান্ড। এমন হারের পর হতাশ না হয়ে উল্টো উজ্জীবিত হচ্ছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তিনি জানিয়েছেন এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন নিজেকে।
বেসিন রিজার্ভে আগে ব্যাট করে ৪৩৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে ২০৯ রানে অল আউট হয়ে ফলো অনে পড়তে হয়েছিল স্বাগতিকদের। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে ৪৮৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কিউইরা।

জয়ের জন্য তাদের সামনে ছিল ২???৮ রানের লক্ষ্য। সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি ইংলিশরা। তারা অল আউট হয়ে যায় ২৫৬ রানে। এক রানের অবিস্মরণীয় জয়ে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে কিউইরা। সিরিজ হাতছাড়া হলেও স্টোকস মনে করেন এই ম্যাচ সবাই উপভোগ করেছে।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
১৭ ঘন্টা আগে
ম্যাচের পর স্টোকস বলেছেন, ‘ম্যাচ না জেতা অবশ্যই হতাশাজনক তবে আপনি যদি বড় চিত্রটি দেখেন তবে আজকের ম্যাচটি সকলেই উপভোগ করেছেন। এটা সম্ভবত এখন হতাশার চেয়ে বড় ছবি। হারাটা খুবই হতাশাজনক কিন্তু আপনার করার কিছু নেই। হ্যাঁ, আজ যা ঘটেছে তাতে আমি উজ্জীবিত, যে আমি এমন একটি ম্যাচের অংশ হতে পেরেছি।’
চলতি টেস্টে হাঁটুর চোটে পড়েছিলেন স্টোকস। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ইংলিশ অধিনায়ক বল করেছেন কেবল ২ ওভার। ব্যাট হাতে ২৭ আর ৩৩ রানের ইনিংস খেলেছেন। স্টোকস জানিয়েছেন অ্যাশেজের আগে লম্বা সময়ের ছুটি রয়েছে তাদের। এর মধ্যে পূর্ণ ফিট হয়েই ফিরবেন তিনি।
স্টোকস বলেন, ‘এটা অসাধারণ একটা টেস্ট ক্রিকেট ছিল যা অবিশ্বাস্য। এমন টেস্ট ম্যাচে অংশ হওয়াটা ছিল অবিশ্বাস্য। এখানে পরাজয়ের সঙ্গে সিরিজের শেষ হওয়াটা হতাশাজনক। আমাদের গত বছরে একটি ভালো মৌসুম কেটেছিল। অ্যাশেজের আগে আমাদের কয়েক মাসের ছুটি রয়েছে। আমরা ফিজিও ও চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে কাজ করবো যা প্রয়োজন।'
ইংল্যান্ডের সীমিত ওভারের দল এখন বাংলাদেশে। যদিও এই সিরিজে নেই স্টোকস। আইপিএলের আগে আন্তর্জাতিক সূচির কোনো চাপও নেই তার। ফলে ফিট হয়ে মাঠে ফিরতে খুব বেশি বেগ পেতে হবে না ইংলিশ অধিনায়ককে।