নিউজিল্যান্ডে বন্ড-আর্চারদের চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন বুমরাহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স
১০ ঘন্টা আগে
পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না জসপ্রীত বুমরাহর। পুরোনো ইনজুরির জন্য ওয়ানডে বিশ্বকাপেও মাঠের বাইরে থাকতে পারেন অভিজ্ঞ এই পেসার। যদিও বিশ্বকাপের আগেই ফিট হতে যান ভারতের এই পেসার। যার কারণে দ্রুতই চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে যাবেন তিনি। সেখানে চিকিৎসক রোয়ান স্কুটেনের দ্বারস্থ হবেন তিনি।
ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশ করছে এমনটাই। সারা বিশ্ব অসংখ্য ক্রীড়াবিদদের শল্য চিকিৎসা করেছেন স্কুটেন। বেশ কয়েকজন ফাস্ট বোলারের চিকিৎসাও করেছেন তিনি। যার মধ্যে আছেন জোফরা আর্চার, জেমস প্যাটিনসনরাও।
এ ছাড়াও নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ডের চিকিৎসা করেন স্কুটেন। এ ছাড়া কিছুদিন আগেই জেসন বেহরেনডর্ফ, বেন ডোয়ারশুইসদের চিকিৎসা করেছেন তিনি। জানা গেছে, তার চিকিৎসায় সফলতার হারও বেশি।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তারা বুমরাহকে নিউজিল্যান্ড পাঠানোর চেষ্টা করছে। এই ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম। বিসিসিআইয়ের সেই সূত্র জানায়, বুমরাহ যদি অপারেশন করান তাহলে অন্তত ছয় মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।
আর এমনটা হলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলা হবে না বুমরাহর। যদিও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগেই বুমরাহকে খেলার জন্য প্রস্তুত করতে চায় বিসিসিআই। সংস্থাটির ফিজিও নিতিন প্যাটেলের অধীনস্ত মেডিক্যাল টিম বুমরাহর ব্যাপারে দেখভাল করছেন।
লম্বা সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন বুমরাহ। আগামী ৩১ মার্চ মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের এবারের আসর। যা চলবে এপ্রিল ও মে মাস পর্যন্ত। শুধু আইপিএল নয় ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও সেখানে খেলা হবে না বুমরাহর।
গত বছরের সেপ্টেম্বর থেকে পিঠের চোটে ভুগছেন বুমরাহ। যে কারণে সবশেষ এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি তার। নিউজিল্যান্ড কিংবা বাংলাদেশ সফর কোথাও খেলেননি ডানহাতি এই পেসার। জানা গিয়েছিল, ঘরের মাঠে নিউজিল্যান্ড কিংবা শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ক্রিকেট ফিরবেন বুমরাহ।
সেই খবর খানিকটা সত্যিও হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল ডানহাতি এই পেসারকে। তবে ম্যাচ খেলা হয়নি তার। পুরোনো চোট আবারও মাথা চাড়া দেয়ায় বেঙ্গালুরু ন্যাশনাল একাডেমিতেই (এনসিএ) থাকতে হয় বুমরাহকে।
অভিজ্ঞ এই পেসারের ফেরা হয়নি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজেও। সহসাই যে ফেরা হচ্ছে না এ্টা প্রায় নিশ্চিত। বুমরাহকে না পেলে বড় বিপাকে পড়তে হবে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। দলের পেস বিভাগের নেতৃত্বে রয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে পেস বিভাগকে নেতৃত্ব দিতে পারেন জোফরা আর্চার।