শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে এই স্কোয়াডকে অপরিবর্তিত রাখা হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ১-১ ব্যবধানে ড্র করেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটি হারলেও সিরিজের দ্বিতীয় টেস্টে এক রানের ঐতিহাসিক জয় পেয়েছে কিউইরা। আর তাই সেই একই স্কোয়াড থাকছে শ্রীলঙ্কা সিরিজেও।

যদিও এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ড সিরিজে থাকা দুই ক্রিকেটার জ্যাকব ডাফি এবং ইস সোধি। ইনজুরিতে থাকা কাইল জেমিসনও স্বাভাবিকভাবেই দলের সঙ্গে নেই।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
১৭ ঘন্টা আগে
এই সিরিজে ফেরা হলো না গত বছর নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নেয়া ট্রেন্ট বোল্টেরও। যদিও আসন্ন ভারত বিশ্বকাপের পরিকল্পনায় আছেন বোল্ট।
৯ মার্চ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ক্রাইস্টচার্চে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১৭ মার্চ, ওয়েলিংটনে। এই দুটো টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
শ্রীলঙ্কা সিরিজে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড- টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, ব্লেয়ার টিকনার, নেইল ওয়াগনার, স্কট কুগেলেইন, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং।