promotional_ad

২ হাফ সেঞ্চুরিতেই তিনশ পার করল শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে ভারতকে অস্ট্রেলিয়া হারাতে পারলে এবং নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে দুটি ম্যাচ হারাতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে শ্রীলঙ্কা- এমন সমীকরণ মাথায় নিয়ে ক্রাইস্টচার্চে খেলতে নেমেছে শ্রীলঙ্কা। প্রথম দিন নিরাপদেই পার করেছে দলটি। দলের কোনো ব্যাটার সেঞ্চুরি না করলেও বড় সংগ্রহের পথেই আছে তারা। ছয় উইকেটে ৩০৫ রান তুলে প্রথম দিন শেষ করেছে তারা।


ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র সপ্তম ওভারেই ওশাদা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩১ বলে ১৩ রান করে টিম সাউদির বলে ফিরে যান তিনি। তারপর ১৩৭ রানের জুটি গড়েন অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিস।


এই জুটিও ভাঙেন কিউই দলপতি সাউদি। ৮৩ বলে ৮৭ রান করা মেন্ডিসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। ১৬ টি চারে সাজানো ছিল মেন্ডিসের এই ইনিংস। ১৫১ রানে মেন্ডিসকে হারানোর পর করুনারত্নের উইকেটও হারায় শ্রীলঙ্কা।


promotional_ad

৮৭ বলে সাতটি চারে ৫০ রান করা লঙ্কান দলপতির উইকেটটি নেন ম্যাট হেনরি। প্রথম স্লিপে করুনারত্নের ক্যাচটি লুফে নেন টম লাথাম। তারপর ৮২ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এবং দীনেশ চান্দিমাল।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

৯ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

এই জুটিও ভাঙেন সাউদি। এবার দ্বিতীয় স্লিপে তার ক্যাচটি লুফে নেন লাথাম। ফেরার আগে ৬৪ বলে ৩৯ রান করেন চান্দিমাল। বেশিদূর এগিয়ে যেতে পারেননি ম্যাথুসও। হাফ সেঞ্চুরির আগে বিদায় নেন তিনি।


হেনরির বলে প্রথম স্লিপে ড্যারেল মিচেলকে ক্যাচ দেয়ার আগে ৯৮ বলে ৪৭ রান তোলেন ম্যাথুস। দলীয় ২৬৮ রানে ফিরে যান নিরোশান ডিকওয়েলাও। ১৩ বলে ৭ রান করা এই ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন মাইকেল ব্রেসওয়েল।


বাকি সময়টা নিরাপদেই পার করেন ধনঞ্জয়া ডি সিলভা এবং কাসুন রাজিথা। দলকে তিনশ রান পার করাতে ৫২ বলে ৩৯ রান তুলে অপরাজিত আছেন ধনঞ্জয়া। রাজিথা করেন ২২ বলে অপরাজিত ১৬ রান। নিউজিল্যান্ডের হয়ে ৪৪ রান খরচায় তিন উইকেট নেন সাউদি। দুটি উইকেট নেন হেনরি।


প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩০৫/৬ (৭৫ ওভার) (মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০; সাউদি ৩/৪৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball