দলের প্রয়োজনে ব্যাটিংয়ে 'প্লে-মেকার' সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২ ঘন্টা আগে
সাধারণত ফুটবলে 'প্লে মেকার' শব্দটির বহুল প্রচলন আছে। প্লে মেকারদের কাজটা হলো অন্যদের গোল বানিয়ে দেয়া। দলের প্রয়োজনে পুরো মাঠে বিভিন্ন ভূমিকাতে দেখা যায় তাদের। বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপেও সাকিব আল হাসানকে প্লে মেকারের ভূমিকায় দেখা যাবে সামনে সিরিজগুলোতে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।
দলের প্রয়োজনে যেকোনো জায়গাতে ব্যাটিং করতে দেখা যেতে পারে এই বাঁহাতি ব্যাটারকে। অবশ্য কদিন আগেই ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলে দিয়েছেন, ৫০ ওভারের ক্রিকেটে চার বা পাঁচ নম্বরেই ব্যাট করতে দেখা যাবে সাকিবকে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও সাকিবের একই ব্যাটিং পজিশন থাকছে কিনা তা নিয়েই জল্পনা-কল্পনা চলছে।

সর্বশেষ দুই সিরিজে তিনটি ভিন্ন পজিশনে ব্যাট করতে দেখা গেছে সাকিবকে। মূলত ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ৪ ও ৫ নম্বরে অদল-বদল করে ব্যাট করতে দেখা গেছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ নম্বরে নেমে ৫৮ বল ৭৫ রানের দুটি ইনিংস খেলেছিলেন সাকিব।
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
এর আগে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে চার নম্বরে নেমে দুই ম্যাচে ২৯ ও ৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। শেষ ম্যাচে ৪৩ রান করেছিলেন তিন নম্বরে নেমে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রধান কোচ হাথুরুসিংহে জানিয়েছেন, দলের ভালোর জন্য ভিন্ন ভিন্ন পজিশনে দেখা যাবে এই অভিজ্ঞ ব্যাটারকে।
এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, 'এটা ঠিক, যেসব পজিশনে সে ব্যাট করেছে, সব জায়গাতেই ভালো করেছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।'
আরেক ব্যাটার আফিফ হোসেনের ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন রয়েছে। সর্বশেষ দুই সিরিজে ৭ নম্বরে ব্যাট করেছেন তিনি। প্রায় সব ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। আফিফের হাতে খুব বেশি শট নেই। শেষের দিকে নেমে দ্রুত রান তুলতেও খুব একটা সক্ষম নন তিনি।
তাকে আরও উপরে খেলানো যায় কিনা সে প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেছেন, 'দলে কারও ব্যাটিং পজিশন নিয়েই কোনোরকম দুর্ভাবনা নেই। দলের জন্য যা গুরুত্বপূর্ণ, সেখানেই তাকে কাজে লাগানো হবে। সবশেষ সিরিজটি আফিফের খুব একটা ভালো যায়নি, তার প্রত্যাশামতো এবং আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম। তাকে উন্নতি করতে হবে এবং আগে যা দেখিয়েছে, সেই ফর্মে ফিরতে হবে।'