promotional_ad

২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ম্যাথিউস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

লাল বলের ক্রিকেটে নিয়মিত হলেও ২ বছরেরও বেশি সময় ধরে ওয়ানডে খেলেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এক বছর পর সাদা বলের ক্রিকেটে ফিরেছেন কুশাল পেরেরাও।


পেরেরাকে রাখা হয়েছে শুধু টি-টোয়েন্টি সিরিজের দলে। স্কোয়াডে রয়েছেন বেশ কয়েকজন অনভিষিক্ত ক্রিকেটারও। লাসিথ ক্রুসপুলে ও শাহান আর্চচিঙ্গে প্রথমবারের মতো শ্রীলঙ্কার স্কোয়াডে জায়গা পেয়েছেন। দলে ডাক পেয়েছেন আরেক ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো।


তাকে রাখা হয়েছে শুধু টি-টোয়েন্টি সিরিজের দলে। শুধু ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাথিশা পাথিরানা। তিনিও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন। সর্বশেষ ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন এক ঝাঁক ক্রিকেটার।


promotional_ad

যার মধ্যে রয়েছেন আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, আশেন বান্দারা, নুয়ার থুসারা এবং জেফরি ভ্যান্ডারসের মতো ক্রিকেটার। চলতি বছরই ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপকে সামনে রেখেই মূলত ম্যাথিউস-পেরেরাদের মতো তারকাদের দলে ফেরানো হয়েছে। 


পেরেরার সীমিত ওভারের দলে জায়গা পাওয়া চমক হয়েই এসেছে। গত ১৬ মাস ধরেই তিনি কাঁধের ইনজুরি বয়ে বেড়িয়েছে। এরপরও টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া আলোচনার খোরাক যুগিয়েছে। এদিকে ম্যাথিউস কিছুদিন আগেই শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে খেলেছেন।


ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরিও করেছিলেন তিনি। এরপর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্টার্সের হয়ে ৪০.২০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২০১ রান। লাল বলের ক্রিকেটে তাকে নিয়মিত বল করতেও দেখা গেছে। ফলে অলরাউন্ডার হিসেবেই শ্রীলঙ্কা দলে ভূমিকা রাখতে তৈরি তিনি।


এদিকে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন আর্চচিঙ্গে। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে লোয়ার অর্ডারে দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। এ ছাড়া অফ স্পিন বোলিংয়ে নিয়মিত উইকেটও পেয়েছেন তিনি। নুয়ান্ডু লায়ন্সের বিপক্ষে দুটি ৫০ পেরোনো ইনিংস খেলেছিলেন। এমন পারফরম্যান্সেই শ্রীলঙ্কা দলে জায়গা করে নিয়েছেন তিনি।


টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, কুশল পেরেরা, লাসিথ ক্রুসপুলে, সাদিরা সামারাবিক্রমা, নুওয়ানিদু ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুনিথ ওয়াল্লাগাল্লে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা ও প্রমোদ মাদুশান।


ওয়ানডে স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নুওয়ানিদু ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লাগাল্লে, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুনারত্নে ও মাথিশা পাথিরানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball