promotional_ad

সিলেটে খেলে দেশের বাইরের অনুভূতি পেলেন লিটন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হারের দায় শিশিরকে দিলেন লিটন

২০ মে ২৫
হারের দায় শিশিরকে দিলেন লিটন দাস, ফাইল ফটো

আগেরদিনের বৃষ্টির পর সিলেটের উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া। টস জিতে অনুমেয়ভাবেই ফিল্ডিং বেছে নিলেন অ্যান্ড্রু বালবির্নি। মেঘাচ্ছন্ন আবহাওয়ার দিনে কন্ডিশন কাজে লাগিয়ে ইনসুইং আর আউট সুইংয়ে তামিম ইকবাল ও লিটন দাসকে রীতিমতো চেপে ধরলেন মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।


আইরিশদের প্রথম কয়েক ওভারের বোলিং দেখে বোঝার উপায় নেই এটা বাংলাদেশের উইকেট। ম্যাচ পরিত্যক্ত হওয়ার সংবাদ সম্মেলনে এসে লিটনও জানালেন তেমন কথাই। বাংলাদেশের ওপেনার জানিয়েছেন, ব্যাটিং করার সময় মনে হয়েছে বাইরের দেশের উইকেটে ব্যাটিং করছেন। শুরুর দিকে ব্যাটিং করা যে কঠিন ছিল সেটাও স্বীকার করেছেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘শুরুর দিকে ব্যাটিং করা খুবই কঠিন ছিল। অনেকদিন পর মনে হয় বাংলাদেশে এমন ক্রিকেট খেললাম যেটা ফিল আসছে যে বাইরের দেশে ক্রিকেট খেলছি। তাও আবার এরকম কন্ডিশনে। খুব একটা যে এখন উইন্টার তা না, সামারের ভেতরে এরকম কন্ডিশনে যে বল মুভ করবে। হয়তো একদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে হয়তো তারা বেনিফিট পেয়েছে। খুবই চ্যালেঞ্জিং ছিল।’


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

৩ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

তিনি আরও বলেন, ‘অবশ্যই অনেকখানি সাহায্য হবে। আপনি বিশ্বকাপে যখন ভালো ভালো বোলিং অ্যাটাকের বিপক্ষে খেলবেন, তখন এরকমই মুভমেন্ট করবে। এই কোয়ালিটির বোলিংই করবে। আমার মনে হয় আপনি যখন কন্টিনিউ ৩০০-৩৫০ রান ছুঁইছুই অবস্থায় থাকবেন, তার মানে আপনি ভালো ক্রিকেট খেলছেন।’


আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে ম্যাচে অনায়াসে তিনশ রানের দেখা মেলে। কখনও কখনও সাড়ে তিনশ করেও ম্যাচ জেতা যায় না। আইসিসির টুর্নামেন্টেও দেখা মেলে রানের উইকেট। সেখানে অবশ্য ব্যাটারদের সঙ্গে বোলাররাও সুবিধা পেয়ে থাকেন। তবে ২৮০-৩০০ রানের দেখা যায় সহসাই। যদিও বাংলাদেশ ঘরের মাঠে ধীরগতির উইকেট খেলে থাকে।


মিরপুরে হওয়া বেশিরভাগ ম্যাচেই ২০০-২৫০ রানের মাঝে গুটিয়ে যায় দলগুলো। বাংলাদেশও ব্যতিক্রম নয়। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দেখা মিলেছে ভিন্ন এক উইকেট। প্রথম ওয়ানডেতে ৩৩৮ রান করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে করেছৈ ৩৪৯ রান। তাতে নিজেদের ব্যাটিং প্রদর্শনী দেখানোর সুযোগ পাচ্ছেন মুশফিকুর রহিম-তাওহিদ হৃদয়রা। লিটন মনে করেন, এমন উইকেটে খেললে তা বড় ইভেন্টে কাজে দেবে।


লিটন বলেন, ‘আমরা তো চাই এটা হোক। যদি আমরা ব্যাটাররা রান করতে পারি আপনি যখন বড় বড় ইভেন্ট খেলবেন তখন কিন্তু এমনই হয় রান। সব ম্যাচে ৩০০ হয় না, ২৮০ প্লাস হয়। চাইবো তো সবসময় ভালো উইকেট খেলি, ভালো ফল করি। কিন্তু অবশ্যই আমার মনে হয় সাহায্য করবে এই জিনিস।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball