হারের দায় শিশিরকে দিলেন লিটন

ছবি: হারের দায় শিশিরকে দিলেন লিটন দাস, ফাইল ফটো

শারজাহতে এক বল হাতে রেখে ম্যাচ জিতল সংযুক্ত আরব আমিরাত। একইসঙ্গে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় চলে আসলো তারা। যে কোনো সংস্করণে এবারই প্রথম সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারল বাংলাদেশ। অপরদিকে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এ নিয়ে চতুর্থবারের মতো জিতল আমিরাত।
ম্যাচ জিতলেও আক্ষেপ রয়ে গেছে লিটনের
১৮ মে ২৫
ম্যাচ শেষে লিটন বলেন, 'আমরা ভালো ব্যাট করেছি, উইকেট ভালো ছিল। কিন্তু আমার মনে হয়েছে যখন তারা ব্যাট করেছে, শিশিরের সুবিধা পেয়েছে। তবুও আমরা চেষ্টা করেছি।'
'আপনাকে বুঝতে হবে যখন এই ধরনের মাঠে খেলবেন, যা দেখে ছোট মনে হয়, শিশির একটা বড় ফ্যাক্টর—আপনি যখন বল করবেন, তখন হিসাব কষতে হবে।'

এদিকে এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার। চার ওভারে ৫০ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি। অভিষেকটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবুও দুর্দিনে নাহিদের পাশেই থাকলেন লিটন।
২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’
৩ ঘন্টা আগে
নাহিদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, 'আমরা তার কাছে আরও বেশি কিছু প্রত্যাশা করেছি। তবে ক্রিকেটারের ভালো ও খারাপ দিন যেতেই পারে।'
আমিরাতের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার মুহাম্মদ জোহাইবকে সঙ্গে নিয়ে গড়েন ১০৭ রানের উদ্বোধনী জুটি।
ম্যাচ শেষে ওয়াসিম বলেন, 'আমার বলার মতো ভাষা নেই। বাংলাদেশকে হারাতে পেরে আমরা খুবই আনন্দিত। দল ভালো খেলেছে। আমরা জানতাম কন্ডিশনটা আমাদের পরিচিত, রান তাড়া করা সম্ভব।'