promotional_ad

৪ মাস পর পাকিস্তান দলে আফ্রিদি, ফিরলেন বাবর-রিজওয়ানও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২১ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

চোট কাটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছিলেন শাহীন শাহ আফ্রিদি। দারুণ পারফরম্যান্সে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতানো এই ক্রিকেটারকে আফগানিস্তান সিরিজে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


বিশ্রামে ছিলেন নিয়মিত অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে ফেরানো হয়েছে বাবর ও রিজওয়ানকে। আর চার মাস পর পাকিস্তান দলে ফিরেছেন কদিন আগে লাহোরকে শিরোপা জেতানো শাহীন আফ্রিদি।


সবশেষ জুলাইয়ে গল টেস্টের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। যে কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলতে পারেননি শাহীন আফ্রিদি। তবে বিশ্বকাপ দিয়ে ফিরেছিলেন তিনি।


promotional_ad

অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে ২.১ ওভার বোলিং করে হাঁটুর চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন শাহীন আফ্রিদি। যার ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলা হয়নি তার। এদিকে পিএসএল মাতানো ইহসানউল্লাহ, সায়েম আইয়ুব, জামান খানরা আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

১৮ ঘন্টা আগে
নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৪ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। লাহোরের তিন টি-টোয়েন্টি খেলার পর রাওয়ালপিন্ডিতে দুটি ২০ ওভারের ম্যাচ খেলবে তারা। করাচিতে যাওয়ার আগে রাওয়ালপিন্ডিতে দুটি ওয়ানডে খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সিরিজের শেষ তিন ওয়ানডে হবে করাচিতে।


টি-টোয়েন্টি স্কোয়াড- বাবর আজম, শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং জামান খান।


ওয়ানডে স্কোয়াড- বাবর আজম, শাদাব খান, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানউল্লাহ, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসামা মীর।


রিজার্ভ: আব্বাস আফ্রিদি, আবরার আহমদ এবং তাইয়েব তাহির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball