সেইফার্টের বিধ্বংসী ইনিংসে কিউইদের সিরিজ জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
১৭ ঘন্টা আগে
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছিল। তাই কুইন্সটাউনের তৃতীয় এবং শেষ ম্যাচটি পরিণত হয়েছিল সিরিজ নির্ধারণীতে। টিম সেইফার্টের বিধ্বংসী ইনিংসে সেই ম্যাচে শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। আর তাই টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিল কিউইরা। এক বল বাকি রেখে টম লাথামের দল জয় পেয়েছে ৪ উইকেটে।
শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই সেইফার্টের নৈপুণ্যে ৫৩ রানের জুটি গড়ে তারা। পাওয়ার প্লে'র শেষ ওভারে চাদ বাওয়েসের উইকেট হারায় স্বাগতিকরা।

তারপর লাথামের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন সেইফার্ট। এই জুটিতেই ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে ২৩ বলে ৩১ রান করে মাহিশ থিকশানার বলে বোল্ড হয়ে ফিরে যান লাথাম।
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
এর এক ওভার পর দলীয় ১৫৪ রানে সেইফার্টও ফিরে যান। ৪৮ বলে দশটি চার ও তিনটি ছক্কায় ৮৮ রান করেন তিনি। প্রমোদ মাদুশানের বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান সেইফার্ট। তারপর ড্যারিল মিচেল এবং মার্ক চ্যাপম্যানের ধীরগতির ব্যাটিংয়ে খানিকটা চাপে পড়ে কিউইরা।
১৮তম ওভারে ৬ এবং ১৯তম ওভারে ৭ রান নিয়ে ম্যাচের পরিস্থিতি খানিকটা কঠিন করে তোলেন এই দুজন। শেষ ওভারে জয়ের জন্য লাগত দশ রান। লাহিরু কুমারার সেই ওভারের প্রথম বলে ছক্কা মারলেও পরের বলে বিদায় নেন চ্যাপম্যান।
১২ বলে ১৬ রান করেন তিনি। পরের দুই বলে জেমস নিশাম (ওয়াইড বলে রান আউট) এবং মিচেলের উইকেটও হারায় কিউইরা। চতুর্থ ও পঞ্চম বলে তিন রান নিয়ে দল জেতান অ্যাডাম মিলনে এবং রাচিঁন রবীন্দ্র।
এর আগে কুশল মেন্ডিসের ৪৮ বলে ৭৩ এবং কুশল পেরেরার ২১ বলে ৩৩ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮২ রান তোলে শ্রীলঙ্কা। কিউইদের হয়ে ৩৭ রান খরচায় দুই উইকেট নেন বেন লিস্টার।