আইপিএল শেষ উনাদকাটের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেঙ্গালুরুকে সেরা দুইয়ে তুলে ‘গুরু’ কার্তিককে কৃতিত্ব দিলেন জিতেশ
৯ ঘন্টা আগে
আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেলেন জয়দেব উনাদকাট। বাম কাঁধের ইনজুরিতে পড়ায় এই আসরে আর খেলা হচ্ছে না লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই পেসারের। এমন সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
গত রবিবার (৩০ এপ্রিল) দলের সঙ্গে অনুশীলন করার সময় প্রথম বল করতে গিয়েই ইনজুরিতে পড়েন উনাদকাট। এরাউন্ড দ্যা উইকেট থেকে বল করার পর পাশে থাকা দড়ির সঙ্গে পা বেঁধে যায় তার।

সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান উনাদকাট। আঘাত পান বাম কাঁধে। তারপর লম্বা সময় ধরে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। এ সময় কাঁধে বরফ দিতে দেখা যায় এই পেসারকে। সেদিন আর অনুশীলনই করা হয়নি তার।
আগামী ৭ জুন দ্যা ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। এই উপলক্ষে ঘোষিত ভারতীয় দলে আছেন উনাদকাটও। জানা গেছে, সেই ম্যাচটির আগেই ফিট হয়ে যাবেন তিনি।
দ্রুত সুস্থ হওয়ার জন্য উনাদকাটকে মুম্বাইতে এক ডাক্তারের কাছে নিয়ে গেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার মেডিক্যাল টিম। সেখান থেকে তাকে পাঠানো হবে বেঙ্গালুরুতে, ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে।
এবারের আসরে মোট তিনটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে উনাদকাটের। তিন ম্যাচে মোটে ৮ ওভার বোলিং করেন তিনি। কোনও উইকেটই অবশ্য পাননি ৩১ বছর বয়সী এই পেসার। উল্টো খরচা করেন ৯২ রান।