ম্যাচ হারের দায় নিজের কাঁধে নিলেন হার্দিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেঙ্গালুরুকে সেরা দুইয়ে তুলে ‘গুরু’ কার্তিককে কৃতিত্ব দিলেন জিতেশ
৮ ঘন্টা আগে
গুজরাট টাইটান্সকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও লো স্কোরিং এই ম্যাচে জিততে পারেনি হার্দিক পান্ডিয়ার দল। শেষ পর্যন্ত তারা ৫ রানে হেরেছে। হার্দিক নিজে শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি।
ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন হার্দিক। জিততে হলে শেষ ওভারে ১২ রান দরকার ছিল। তবে তারা নিতে পারে কেবল ৬ রান। ১৯তম ওভারে টানা তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে গুজরাটকে ম্যাচে ফিরিয়েছিলেন রাহুল তেওয়াতিয়া। তবে সেই সুযোগ না নিতে পেরে আক্ষেপে পুড়েছেন হার্দিক।

তিনি বলেন, ‘(শেষ ওভারে) আমরা যে কোনো দিন এই লক্ষ্য অর্জন করতে পারি। শেষ পর্যন্ত মাত্র কয়েকটি উইকেট পড়েছিল এবং ম্যাচটি অন্য দিকে মোড় নেয়, কিন্তু রাহুল (তেওয়াতিয়া) আমাদের ম্যাচে ফিরিয়েছিল। শেষ ম্যাচে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা হতে পারেনি। আমরা মাঝখানে কিছু বড় ওভার খেলার চেষ্টা করছিলাম, কিন্তু ছন্দ খুঁজে পাচ্ছিলাম না।'
হার্দিকের ২৪ লাখ রুপি জরিমানা, শাস্তি পেলেন নেহরাও
৭ মে ২৫
যখন গুজরাট নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল তখনই অভিনব মনোহরকে নিয়ে চতুর্থ উইকেটে হার্দিক যোগ করেছেন ৬২ রান। তবে জয়ের জন্য এই জুটিও যথেষ্ঠ ছিল না বলে মনে করেন হার্দিক। এক্ষেত্রে পূর্ণ কৃতিত্ব দিল্লির বোলারদের দিয়েছেন গুজরাট অধিনায়ক।
হার্দিকের ভাষ্য, 'এটা অভিনবের (মনোহর) জন্যও নতুন ছিল এবং এটা নির্ভর করেছিল আমার ওপর, আমি কীভাবে খেলাটা শেষ করি তার ওপর। সেটা আমি করতে পারিনি। এর পুরো কৃতিত্ব বোলারদের এবং ম্যাচ হারার সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি ম্যাচটি শেষ করতে পারিনি।’
ম্যাচ হারের দায় কাঁধে নিয়ে হার্দিক বলেছেন, ‘এই পরাজয়ের সম্পূর্ণ দায় আমি নেব। ম্যাচটি আমিই শেষ করতে পারিনি। উইকেট ভালো ছিল, এটা চাপের উইকেটও ছিল। তারা সত্যিই ভালো বোলিং করেছে, আমরা ১০ ওভারে ৮০ রান করতাম। শেষে এসে রাহুল (১৯তম ওভারের শেষ তিন বলে তিনটি ছক্কা) আমাদের খেলায় ফিরিয়ে এনেছিল, অন্যথায় তারা অনেকটা এগিয়ে ছিল। আমরা এই খেলাটি হেরেছি কারণ আমি আমার ছন্দ খুঁজে পাইনি।’