promotional_ad

ইমাম-বাবর আর পেসারদের দাপটে পাকিস্তানের সিরিজ জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

১৮ ঘন্টা আগে
নাহিদ রানা

ইমাম উল হক এবং বাবর আজমের দারুণ দুটি হাফ সেঞ্চুরির পর পেসারদের নৈপুণ্যে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান। গত ১২ বছরে এবারই প্রথম নিউজিল্যান্ডকে সিরিজ হারাল পাকিস্তান।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৭ রান তোলে পাকিস্তান। শুরুটা অবশ্য মনমতো করতে পারেনি তারা। গত দুই ম্যাচে দুই সেঞ্চুরির পর ১৯ রানে ফিরে গেছেন ফখর জামান।


ম্যাট হেনরির বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে ফিরে যান ফখর। ৩৭ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। তারপর ১০৮ রানের জুটি গড়েন ইমাম ও বাবর। ৬২ বলে ৫৪ রান করা বাবরকে বোল্ড করে ফেরান হেনরি।


promotional_ad

নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন আবদুল্লাহ শফিকও (১৯)। দলকে তখন একাই টেনে নিচ্ছিলেন ইমাম। যদিও ১০৭ বলে ৯০ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

১৬ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

তারপর মোহাম্মদ রিজওয়ানের ৩২ এবং আঘা সালমানের ৩১ রানে বড় পুঁজির দিকে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ৫৪ রান খরচায় তিন উইকেট নেন হেনরি। ৫৬ রান খরচায় দুই উইকেট নেন মিলনে।


লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮৩ রান তোলে কিউইরা। ৪১ বলে ৩৩ রান করে রানআউট হন উইল ইয়াং। এ দিন মাত্র ২১ রানে ফিরে যান আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেল।


১১৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর কিছুক্ষণ পর ব্লান্ডেলের উইকেট হারায় নিউজিল্যান্ড। ৭৮ বলে ৬৫ রান করে রানআউট হন তিনি। তখন থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা।


অধিনায়ক টম লাথামের ৬০ বলে ৪৫ এবং কোল ম্যাককঞ্চির ৪৫ বলে খেলা অপরাজিত ৬৪ রানের ইনিংসে কিউইরা বেশ কিছুক্ষণ ম্যাচে থাকলেও শেষপর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পারেনি। ৪৯.১ ওভারে ২৬১ রানে অলআউট হয় তারা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ ওয়াসিম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball