ব্রুককে একাদশ থেকে বাদ দিতে বললেন ব্রেট লি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২৩ মে ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিলাম থেকে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে হ্যারি ব্রুককে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও এই ইংলিশ ব্যাটার নিজের দামের প্রতি সুবিচার করতে পারেননি। এখনও পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৩ রান।
৯ ম্যাচ খেলে তার ব্যাটিং গড় মাত্র ২০.৩৮। এমন পারফরম্যান্সের পরও তাকে নিয়মিত খেলাচ্ছে হায়দরাবাদ। এমন অবস্থায় তাকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। তার জায়গায় অন্য ক্রিকেটারদের তারা সুযোগ দিতে পারে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে ব্রেট লি বলেন, 'অবশ্যই সে মানসম্পন্ন প্লেয়ার। টেস্টেও সে সেঞ্চুরি পেয়েছে। এখানেও (আইপিএল) তার সেঞ্চুরি আছে। কিন্তু আমার মনে হয় হায়দরাবাদ একটি জায়গা নষ্ট করছে। কয়েক ম্যাচে তাদের সম্ভবত হ্যারি ব্রুকের জায়গায় অন্য কাউকে খেলানো উচিত। তারা হেরেই চলেছে।'
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্রুক। যদিও বাকি ইনিংসগুলোতে তার রান ছিল, ১৩, ৩, ১৩, ৯, ১৮ ও ৭। সর্বশেষ দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ব্রুক। ব্রেট লি মনে করেন মানসিকতায় সমস্যা রয়েছে ব্রুকের। তিনি বলেন, 'কোনো কিছুই হ্যারি ব্রুকের বিপক্ষে না, সে অস্ত্রের মতো। কিন্তু সে মানসিকভাবে সঠিক অবস্থানে নেই।
সাবেক ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পা ব্রুকের বদলি হিসেবে গ্লেন ফিলিপসকে খেলানোর পরামর্শ দিয়েছেন। হাতে বিকল্প থাকার পরও হায়দরাবাদ কেন কাজে লাগাচ্ছে না তাতে অবাক হয়েছেন তিনি। তবে আরও কিছু ম্যাচ খেলার সুযোগ পেলে ব্রুক রানে ফেরার উপায় বের করতে পারবেন বলে মনে করেন উথাপ্পা।
তিনি বলেন, 'সম্ভবত হ্যারি ব্রুকের জায়গায় অন্য কাউকে ৬ নম্বরে খেলানো উচিত। সে খুবই বাজে অবস্থায় আছে তাদের গ্লেন ফিলিপস আছে যে কিনা মিডন অর্ডারে ব্যাট করতে পারে। যদি এটা কাজে লাগে তো লাগলই। সেঞ্চুরির পরও সে (ব্রুক) দুর্বল হয়ে পড়েছে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে সে আরও ভালো হয়ে উঠবে এবং একটি সমাধান খুঁজে বের করবে।'