লক্ষ্ণৌতে রাহুলের বদলি করুন নায়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেঙ্গালুরুকে সেরা দুইয়ে তুলে ‘গুরু’ কার্তিককে কৃতিত্ব দিলেন জিতেশ
৯ ঘন্টা আগে
দীর্ঘদিন ধরে খেলার সুযোগই মিলছিল না করুন নায়ারের। এমন অবস্থায় গত ডিসেম্বরে আকুতি ভরা এক টুইটে নায়ার লিখেছিলেন, 'আমাকে একটু ক্রিকেট খেলার সুযোগ দিন'। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝ পথে তার সেই আকুতি পূরণ হয়েছে।
লোকেশ রাহুলের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বল তাড়া করতে গিয়ে চোট পান রাহুল। মার্কাস স্টইনিসের বলে ফাফ ডু প্লেসি কাভার ড্রাইভ করেছিলেন। সেই বলের পেছনে ছুটতে গিয়েই মাঠে পড়ে যান তিনি।
এরপর ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয় রাহুলকে। শুক্রবার জানা যায় সেই চোটের কারণে আইপিএলের বাকি অংশে আর খেলা হচ্ছে না রাহুলের। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও শঙ্কা রয়েছে তার।

এদিকে ৩১ বছর বয়সী নায়ারকে ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ। আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে নায়ারের । দিল্লি ডেয়ার ডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার।
পান্তের সামর্থ্য নিয়ে কখনই সন্দেহ ছিল না: জহির
১২ ঘন্টা আগে
নায়ারের আইপিএল ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৭৬ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১ হাজার ৪৯৬ রান। যদিও এমন পারফরম্যান্সের পরও আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন তিনি। নায়ার সর্বশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের আগস্টে।
এবার হুট করেই আইপিএলে ডাক পেয়ে নিজেকে কতটা তিনি প্রমাণ করতে পারবেন সেটাও দেখার বিষয়। বাজে ফর্মের কারণে গত বছর কর্নাটকার দল থেকেও বাদ পড়েছিলেন নায়ার। অবশ্য রাহুলের সঙ্গে কর্নাটকা দলে লম্বা সময় খেলেছেন নায়ার। এবার তারই বদলি হলেন তিনি।
আইপিএলের এবারের আসরে দারুণ ছন্দে আছে লক্ষ্ণৌ। ১০ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে দলটি। রাহুল না থাকায় দলটির অন্তর্বর্তীকালীন অধিনায়ক হয়েছেন ক্রুনাল পান্ডিয়া। সঙ্গে না থাকলেও দলের জন্য শুভকামনা জানিয়েছেন রাহুল।
তিনি বলেছেন, 'গত কদিন কঠিন পরিস্থিতি ছিল, আমি এর থেকে ফিরে আসার চেষ্টা করছি। চোট সহজ কোন বিষয় না। অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ফেইজে থাকতে না পারায় খারাপ লাগছে। কিন্তু আমি আত্মবিশ্বাসী ছেলেরা পারফর্ম করে সেরাটা নিয়ে আসবে।'