বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৪৫০ রান করবে অস্ট্রেলিয়া: মার্শ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন মিচেল মার্শ। এই অলরাউন্ডারের দাবি ফাইনালে, স্কোরবোর্ডে সাড়ে চারশ রান করবে অজিরা, ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত। শুধু তাই নয়, সাড়ে চারশ রান তাড়ায় নেমে ভারত অল আউট হবে মাত্র ৬৫ রানে।
সম্প্রতি দিল্লি ক্যাপিট্যালসের হয়ে এক পডকাস্ট শো'তে এই মন্তব্য করেছেন মার্শ। এ বছরের আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন এই ক্রিকেটার। এছাড়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া কোনো ম্যাচ হারবে না বলেও মন্তব্য করেছেন এই অলরাউন্ডার।

এখন পর্যন্ত ৫টি বিশ্বকাপ ওয়ানডে ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালে অ্যালেন বোর্ডারের অধীনে প্রথমবারের মত বিশ্ব আসরে জয় লাভ করে অজিরা। এরপর ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালের বিশ্বকাপও জেতে অজিরা।
১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ ওয়াহ, ২০০৩ ও ২০০৭ সালে রিকি পন্টিং ও ২০১৫ সালে মাইকেল ক্লার্কের অধীনে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। মার্শের বিশ্বাস, প্যাট কামিন্সের অধীনে ভারতের মাটিতে ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলবে অজিরা।
২০০৩ সালে সাউথ আফ্রিকায় ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল খেলেছিল। সেবার একমুখী ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল রিকি পন্টিংয়ের দল। ২০ বছর পর ভারতে একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে বিশ্বাস মার্শের।
দিল্লি ক্যাপিটালসের পডকাস্ট শো'তে মার্শ বলেন, 'বিশ্বকাপ শিরোপা এবার অস্ট্রেলিয়াই জিতবে। অপরাজিত চ্যাম্পিয়ন হবে, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে থাকবে ভারত। আমরা সাড়ে চারশ রান করব, জবাবে ভারত অলআউট হবে মাত্র ৬৫ রানে।'
পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া। ২০২১ সালে দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে অ্যারন ফিঞ্চের দল। তবে পরের বছর ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলা হয়নি অস্ট্রেলিয়ার।