promotional_ad

‘নেট বোলার’ বরুণকে হারিয়ে আফসোসে পুড়ছেন ফ্লেমিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ

৮ মে ২৫
ব্রেভিসকে আউট করার পর উদযাপনে বরুণ চক্রবর্তী, আইপিএল

চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পা রেখেছিলেন বরুণ চক্রবর্তী। তবে তাদের হয়ে অবশ্য খেলার সুযোগ হয়নি রহস্যময় এই স্পিনারের। বরুণকে চেন্নাইয়ের হয়ে খেলা পারার আক্ষেপে পুড়ছেন স্টিফেন ফ্লেমিং।


২০১৭-১৮ মৌসুমে চেন্নাই লিগের চতুর্থ ডিভিশনে জুবিলি ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছিলেন বরুণ। সেবার ৮.২৬ গড়ে আর ৩.০৬ ইকনোমি রেটে নিয়েছিলেন ৩১ উইকেট। ব্যাট হাতেও দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছছিলেন তিনি। এমন পারফরম্যান্সের সুবাদে আইপিএলে ডাক পড়ে তার। যদিও সেটা নেট বোলার হিসেবে।


promotional_ad

চেন্নাইয়ের নেটে বেশ কিছুদিন বোলিং করেছিলেন বরুণ। সেসময় মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি বেশ কয়েকজন ব্যাটারই তাকে খেলতে গিয়ে বিপাকে পড়েছেন। প্রথম দেখাতেই ডানহাতি এই স্পিনারকে মনে ধরেছিল মাইক হাসির। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটারকে নাম দিয়েছিলেন ‘নতুন রহস্য স্পিনার’ হিসেবে।


বরুণকে পছন্দ করেছিলেন সেবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের। তাকে ডেকে এনে নেটে বোলিংও করিয়েছিলেন তিনি। ২০১৯ সালের আইপিএলে রহস্যময় এই স্পিনারকে কিনতে কিংস ইলেভেন পাঞ্জাবের খরচ হয়েছিল ৮ কোটি ৪০ লাখ রুপি। ২০২০ মৌসুমে কলকাতা তাকে দলে নিয়েছিল ৪ কোটি রুপিতে।


পরের বছর মেগা নিলামের আগে তাকে রিটেইন করে দুইবারের চ্যাম্পিয়নরা। গত মৌসুমে সুবিধা করতে না পারলেও এবার আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত ১৯ উইকেট নিয়ে সেরা পাঁচে আছেন বরুণ। সবশেষ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ২ উইকেট নিয় কলকাতার জয়ে অবদান রেখেছেন। বরুণকে প্রতিপক্ষের হয়ে পারফর্ম করতে দেখে খানিকটা আক্ষেপই করলেন ফ্লেমিং।


চেন্নাইয়ের প্রধান কোচ বলেন, ‘এটা (বরুণকে দলে না নিতে পারা) এখনও আমাদের কষ্ট দেয়। নেটে সে আমাদের অনেক ভুগিয়েছে। নিলামে গিয়ে আমরা তাকে ধরে রাখতে পারিনি।’


এদিকে কন্ডিশন পড়তে না পারাকে কলকাতার সঙ্গে হারের কারণ হিসেবে দেখছেন তিনি। ফ্লেমিং বলেন, ‘আমার মনে হয় না আমরা কন্ডিশন ঠিকঠাক বুঝতে পেরেছি। শেষ ম্যাচে ব্যাটিং করাটা কঠিন ছিল। শুরুর দিকে খানিকটা বাউন্স থাকলেও পরে সেটা কিছুটা ধীরগতির হয়েছে। শিশির থাকলে কাজ করা কঠিন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball