promotional_ad

জায়সাওয়াল-পাড়িকালের ব্যাটে জিতেও স্বস্তিতে নেই রাজস্থান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান

২০ মে ২৫
বিসিসিআই

ইয়াশভি জায়সাওয়াল এবং দেবদূত পাড়িকালের হাফ সেঞ্চুরি এবং শিমরন হেটমিয়ারের বিধ্বংসী ইনিংসে পাঞ্জাব কিংসকে চার উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ম্যাচটি জিতেও অবশ্য সস্তিতে নেই রাজস্থান। গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকতে হচ্ছে তাদের। ১৮৮ রানের বিশাল লক্ষ্য ১৮.৩ ওভারের মধ্যে অতিক্রম করতে পারলে অবশ্য ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে যেতে পারতো রাজস্থান। সেটা যেহেতু তারা পারেনি, পয়েন্ট টেবিলের চারে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ছয়ে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সের ওপর অনেক কিছুই নির্ভর করছে। এই দুটি দলের পয়েন্টও ১৪। তবে দুই দলেরই বাকি একটা করে ম্যাচ। অবশ্য ১৮.৩ ওভারের মধ্যে ম্যাচটি জিতলেও এই দুই দলের পারফরম্যান্সে চোখ রাখতে হতো রাজস্থানকে। অপরদিকে এই ম্যাচে হেরে আইপিএল থেকে বিদায় নিতে হচ্ছে পাঞ্জাবকে।


বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফিরে যান জস বাটলার। এবারের আইপিএলে এটি তার পাঁচ নম্বর ডাক। আইপিএলের কোনও আসরে কোনও ব্যাটার এর আগে এতবার শূন্য রানে আউট হননি।


এরপর অবশ্য ৭৩ রানের জুটি গড়েন জায়সাওয়াল এবং পাড়িকাল। ৩০ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে আর্শদিপ সিংয়ের বলে বিদায় নেন পাড়িকাল। ৯০ রানের মধ্যে সাঞ্জু স্যামসনের (২) উইকেটও হারায় রাজস্থান।


promotional_ad

তারপর ৪৭ রানের জুটি গড়েন জায়সাওয়াল এবং হেটমিয়ার। ৩৬ বলে ৫০ রান আসে ইনফর্ম জায়সাওয়ালের ব্যাটে। ১২ বলে ২০ রানের ক্যামিও খেলে ফিরে যান রিয়ান পরাগও। তরুণ এই ব্যাটার ফিরে যাওয়ার পর ইনিংস একাই টানেন হেটমিয়ার।


আরো পড়ুন

ক্রিকেটারদের বলেছি আমরা এখনও কিছু অর্জন করিনি: পন্টিং

২৭ মে ২৫
পাঞ্জাব কিংস

২৮ বলে ৪৬ রানে ক্যারিবিয়ান এই ব্যাটার ফিরলে আবারও বিপদে পড়ে দলটি। কিন্তু ৪ বলে ১০ রান করে ইনিংসের দুই বল বাকি থাকতে দল জেতান ইমপ্যাক্ট প্লেয়ার ধ্রুব জুরেল।


ধরমশালায় এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৭ রান করে পাঞ্জাব। এ দিন শুরুটা ভালো হয়নি দলটির। স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই চার উইকেট হারায় তারা।


প্রভসিমরান সিং ২, অথর্ব তাইডে ১৯, শিখর ধাওয়ান ১৭ এবং লিয়াম লিভিংস্টোন ৯ রানে বিদায় নেন। তারপর স্যাম কারান এবং জিতেশ শর্মার ৬৪ রানের জুটি দলীয় সংগ্রহ বড় করার ভিত খুঁজে পায় তারা।


২৮ বলে ৪৪ রান করে নবদ্বীপ সাইনির তৃতীয় শিকার হয়ে ফিরে যান জিতেশ। এই উইকেটরক্ষকের বিদায়ের পর ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কারান এবং শাহরুখ খান। কারান ৩১ বলে ৪৯ এবং শাহরুখ ২৩ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball