অ্যাশেজ থেকে ছিটকে গেলেন লায়ন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কানদের গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়
১ ফেব্রুয়ারি ২৫
চলতি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন নাথান লায়ন। কাফ (পায়ের পেছনের মাংসপেশি) ইনজুরির কারণে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার এই স্পিনারের। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অ্যাশেজে গেল লর্ডস টেস্টটি লায়নের জন্য ছিল অন্যরকম মাইলফলকের। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে একটানা একশ টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। যদিও মাইলফলক স্পর্শ করার ম্যাচেই ইনজুরিতে পড়েছেন তিনি।

ম্যাচের দ্বিতীয় দিন বিকেলে পায়ে চোট পান লায়ন। ফিল্ডিংয়ে বেন ডাকেটের একটি শট আটকাতে গিয়ে পায়ের নিচের অংশে টান পড়ে তার। তারপরই বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে ফিজিওর চিকিৎসা নিতে দেখা যায় তাকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
পরে ড্রেসিংরুমে উঠে যান লায়ন। তৃতীয় দিন সকালে দলের সঙ্গে মাঠে এলেও হেঁটেছেন ক্রাচে ভর করে। দলের প্রয়োজনে অবশ্য ব্যাটিংয়েও নামেন লায়ন। দ্বিতীয় ইনিংসে ১৩ বলে চার রান করে স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে ফিরে যান তিনি।
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের (এজবাস্টন) দুই ইনিংসে চারটি করে মোট আট উইকেট নিয়েছিলেন লায়ন। লর্ডসে চোটে পড়ার আগে ১৩ ওভার হাত ঘুরিয়ে নেন জ্যাক ক্রলির উইকেট। টেস্টে এটা ছিল তার ৪৯৬তম উইকেট।
লায়নের অনুপস্থিতিতে অ্যাশেজের বাকি টেস্টগুলোতে দেখা যেতে পারে টড মারফিকে। ২২ বছর বয়সী এই অফস্পিনার এ বছরের শুরুতে অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন। এরই মাঝে তৃতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। দলে লায়নের বদলে আছেন মারফি।
তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, জিমি পেয়ারসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।