promotional_ad

কলম্বোতে প্রথম দিনই শ্রীলঙ্কাকে চেপে ধরেছে পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

কলম্বো টেস্টের প্রথম দিনই দাপট দেখাল পাকিস্তান। শ্রীলঙ্কাকে মাত্র ১৬৬ রানে অল আউট করে দিয়ে প্রথম দিনই চালকের আসনে সফরকারী্রা। তারা দিন শেষ করেছে ২ উইকেটে ১৪৫ রান নিয়ে। এখনও তারা শ্রীলঙ্কার চেয়ে ২১ রানে পিছিয়ে আছে। শফিক ৭৪ ও বাবর আজম ৮ রান করে অপরাজিত আছেন।


মূলত পাকিস্তানের দুই বোলার আবরার আহমেদ ও নাসিম শাহ ধস নামিয়েছেন শ্রীলঙ্কার ইনিংসে। একদিকে আবরারের লেগ স্পিন সামলাতে হিমশিম খেতে হয়েছে লঙ্কান ব্যাটারদের। অন্যদিকে নাসিমের সুইংয়ে বিধ্বস্ত হয়েছে লঙ্কান ব্যাটিং লাইনআপ। এরপর ব্যাটিংয়ে নেমে আব্দুল্লাহ শফিক ও শান মাসুদের সাঁড়াশি আক্রমণে কোণঠাসা হয়ে গেছে শ্রীলঙ্কা।


এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি লঙ্কান দুই ওপেনার নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নে। এই দুজনের জুটি স্থায়ী হয় মাত্র ২.৪ ওভার। মাদুশকা ব্যক্তিগত ৪ রানে রান আউট হয়ে ফেরেন। 


promotional_ad

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি কুশাল মেন্ডিস। তিনি শাহীন আফ্রিদির করা ফুল লেন্থের বল পয়েন্টে খেলতে গিয়ে মেন্ডিস ক্যাচ দেন মোহাম্মদ রিজওয়ানকে। অ্যাঞ্জেলো ম্যাথিউসও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তিনি ৯ রান করে নাসিমের প্রথম শিকার হন অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। দলীয় ৩৬ রানে ফিরে যান করুনারত্নেও। 


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

১০ ঘন্টা আগে
নাহিদ রানা

তিনি ১৭ রান করে নাসিমের গুড লেন্থের বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হন। দ্রুত ৪ উইকেট হারানোর পর শ্রীলঙ্কাকে কিছুটা পথ দেখিয়েছেন দীনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। এই দুজনের ৮৫  রানের জুটিতেই একশো পেরিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। চান্দিমাল ৬০ বলে করেন ৩৪ রান। 


আর হাফ সেঞ্চুরি তুলে নিলেও ৫৭ রানের বেশি করতে পারেননি ধনঞ্জয়া। শেষদিকে রামেশ মেন্ডিসের ৪৪ বলে ২৭ রানে দেড়শ পার হয় শ্রীলঙ্কার সংগ্রহ। আর কেউ সেভাবে দাঁড়াতে না পারলে লঙ্কানদের ইনিংস গুটিয়ে যায় ১৬৬ রানে। তারা ৪৮.৪ ওভারের বেশি খেলতে পারেননি।


পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন আবরার। ৩টি উইকেট নেন নাসিম। একটি উইকেট যায় আফ্রিদির ঝুলিতে। জবাবে খেলতে নেমে ভালো শুরু পায়নি পাকিস্তানও। দলীয় ১৩ রানেই তারা হারায় ইমাম উল হকের উইকেট। এই ওপেনার ফিরে যান ৬ রান করে।


এরপর শফিক ও মাসুদ খেলেছেন ওয়ানডে মেজাজে। এই দুজনের ব্যাটে ভর করে পাকিস্তান স্বাচ্ছন্দ্যেই দিন পার করেছে। দিনের শেষভাগে মাসুদ ৫১ রান করে না ফিরলে আরও ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করার সুযোগ ছিল পাকিস্তানের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball