পিসিবিতে ফিরছেন মিসবাহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লম্বা সময় পাকিস্তান দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন মিসবাহ উল হক। সেই দায়িত্ব ছেড়েছেন দুই বছর হলো। এরই মধ্যে শোনা যাচ্ছে আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হয়ে কাজ করতে চলেছেন তিনি।
যদিও কোচ বা প্রধান নির্বাচক হিসেবে নয়, পিসিবির ক্রিকেট কমিটির প্রধান হিসেবে যুক্ত করা হতে পারে সাবেক এই অধিনায়ককে। সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের ক্রিকেট বিষয়ক উপদেষ্ঠা হতে যাচ্ছেন মিসবাহ।

এমনটাই খবর জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। জাকা আশরাফ পিসিবির নিয়ন্ত্রণ নেয়ার পরই দেশটির শীর্ষ এই ক্রিকেট সংস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে সাবেক তারকা ক্রিকেটারদের বিবেচনা করা হচ্ছে।
সেই সূত্রেই মিসবাহকে গুরুত্বপূর্ণ পদে বসাতে চলেছে পিসিবি। সোমবার জাকা আশরাফের সঙ্গে মিসবাহর একটি বৈঠকও হয়েছে। সেখানেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। মিসবাহ এবার পিসিবিতে সম্মানসূচক এই দায়িত্ব পালন করতে চলেছেন।
ফলে তার কাজটি অবৈতনিক। যদিও কবে থেকে মিসবাহ এই দায়িত্ব নেবেন এই বিষয়ে খোলাসা করে জানায়নি ক্রিকইনফো। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে মিকি আর্থারের স্থলাভিষিক্ত হয়েছিলেন মিসবাহ। দায়িত্ব নিয়েছিলেন পাকিস্তান দলের প্রধান কোচের।
এরপর প্রধান নির্বাচকের দায়িত্ব পান অভিজ্ঞ এই সাবেক ব্যাটার। ২০২১ সালের সেপ্টেম্বরে দুটি পদ থেকেই সরে দাঁড়ান তিনি। মূলত রমিজ রাজা পিসিবির দায়িত্ব নেয়ার পর মতভেদের কারণে নিজের দায়িত্ব থেকে সরে আসেন তিনি। এরপর অবশ্য বিভিন্ন সময় তাকে ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায় দেখা গেছে।