আরব আমিরাতের জয়ে চমকে যায়নি নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
৩ মিনিট আগে
ঘরের মাঠে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে রীতিমতো ইতিহাস রচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। দলটির কাছে হারলেও তাদের কৃতিত্ব দিতে ভোলেননি কিউই অধিনায়ক টিম সাউদি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের এই জয়ে একটুও চমকে যাননি নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাপম্যান।
দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে মাত্র ১৪২ রানে আটকে রেখেছিল আরব আমিরাত। দলটির হয়ে ২০ রান খরচায় তিন উইকেট নেন বাঁহাতি অর্থোডক্স আয়ান আফজাল খান। এ ছাড়া ১৬ রান খরচায় দুই উইকেট নেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ।
কিউইদের হয়ে এমন হারের দ???নে দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল তিনজন। ৪৬ বলে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন চ্যাপম্যান। এ ছাড়া চাঁদ বাওয়েস এবং জেমস নিশাম দুজনই করেন ২১ রান করে।

সংযুক্ত আরব আমিরাতকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো লক্ষ্যই দিতে পারেনি নিউজিল্যান্ড। যার কারণে আরও ২৬ বল এবং সাত উইকেট হাতে রেখেই সহজে জিতে যায় আরব আমিরাত। এই জয়ে একটুও হতবাক নন চ্যাপম্যান। সহযোগী দেশগুলোর এমন পারফরম্যান্স আগেও চোখে পড়েছে তার।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
১৬ ঘন্টা আগে
চ্যাপম্যান বলেন, 'সহযোগী দেশগুলোর শক্তিমত্তা আমরা আগেও দেখেছি। অস্ট্রেলিয়ায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে সেখানেই দেখা গেছে কিছু সহযোগী দেশ টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে দিয়েছে। তারা যে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে এবং যেভাবে এই কঠিন টুর্নামেন্টে খেলছে তাতে তাদের জয়ে একটুও অবাক হইনি। তাদের কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে।'
ম্যাচটিতে কয়েকটি ক্যাচ মিস করেন নিউজিল্যান্ডের ফিল্ডাররা। এ ছাড়া ব্যাটিং এবং বোলিংয়ে সংযুক্ত আরব আমিরাতের চেয়ে বেশ পিছিয়ে ছিল দলটি। ম্যাচ শেষে স্বাগতিকদের কৃতিত্ব দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
সাউদি বলেন, 'এটাই খেলার সৌন্দর্য। পুরো কৃতিত্ব সংযুক্ত আরব আমিরাত দলের। তিন বিভাগেই তারা আমাদের চাইতে ভালো খেলেছে। আজ আমরা আমাদের ভুলের মাশুল দিয়েছি। ক্যাচ মিস করা খেলারই অংশ।'
ম্যাচে ২৯ বলে ৫৫ রান করা মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে তিনি বলেন, 'ওয়াসিম একজন কোয়ালিটি প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। সে বেশ কয়েক বছর ধরেই এভাবে খেলছে। আমাদের তিন বিভাগেই আরও ভালো করতে হবে। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আমরা ভালো কিছু করতেই মাঠে নামব।'